<p>৪৩তম বিসিএস থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন এতে স্বাক্ষর করেছেন।</p> <p>সভার নোটিশে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর মধ্যে ১৮৯৬ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ২২৭ জন সম্পর্কে গোয়েন্দা সংস্থার বিরূপ প্রতিবেদন থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি হয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736077651-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/05/1465255" target="_blank"> </a></div> </div> <p>চিঠিতে আরো বলা হয়েছে, বাদ পড়া ২২৭ প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক করা হবে।</p> <p>পিএসসি ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো ২০২০ সালের ৩০ নভেম্বর। এরপর আবেদন, প্রিলিমিনারি, লিখিত ও ভাইবাসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। যাচাই-বাছাই শেষে গত ১৫ অক্টোবর ২০৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পরই এই গেজেটে যাদের নাম ছিলো তাদের চাকরিতে যোগদানের কথা।</p> <p>শেষ পর্যন্ত ১৬৮ জনকে বাদ দিয়ে মোট এক হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। এদের মধ্যে ২২৭ জন সম্পর্কে গোয়েন্দা সংস্থার বিরূপ প্রতিবেদন থাকায় তাদের বাদ দেওয়া হয় বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। পুনর্বিবেচনার জন্য বাদ পড়া প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়।</p>