<p>সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে। সেই ছবির ক্যাপশনে অনেকে দাবি করেছেন, “শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী”। তবে রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে, শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড।</p> <p>রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি নয় বরং ২০০৯ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোয়িয়েশন অফ ফরেন অ্যাফেয়ার্স (UPF) এবং SASNET আয়োজিত একটি সেমিনারে শেখ হাসিনা বক্তৃতা দিতে যাওয়ার সময়কালের ছবি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার ওপর আপনার রাগ লাগে না? উত্তরে যা বলেন খালেদা জিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736146469-a3dbb3adc1426d6a40a9e3999384f20f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার ওপর আপনার রাগ লাগে না? উত্তরে যা বলেন খালেদা জিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465588" target="_blank"> </a></div> </div> <p>ওই ছবিটিতে নরেন্দ্র মোদির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে যুক্ত করা হয়েছে।</p> <p>এই সম্মেলনের সঙ্গে সংযুক্তভাবে তিনি লার্স একলুন্ড এবং মশিউর রহমানের লুন্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, যেখানে তিনি “বাংলাদেশে জলবায়ু পরিবর্তন – চ্যালেঞ্জ মোকাবিলা” বিষয়ে একটি জনসম্মুখ বক্তৃতা প্রদান করেন। সেমিনারটি যৌথভাবে SASNET এবং লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অব ফরেন অ্যাফেয়ার্স (UPF) দ্বারা আয়োজিত হয়েছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছিল লুন্ডের ইউনিভার্সিটেটসপ্লাতসেনের প্যালায়েস্ট্রা-তে (বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের পাশে)।</p> <p>আর্কাইভ অনুসন্ধান করে দক্ষিণ এশিয়া বিষয়ক লুন্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কার্যক্রম অনুপ্রেরিত ও শক্তিশালী করা নিয়ে কাজ করা SASNET – Swedish South Asian Studies Network এর ওয়েবসাইটেও উক্ত ছবিসহ একই তথ্যের একটি প্রতিবেদন পাওয়া যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736154167-24c6d45829230b4cb9a303b9421c748a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465625" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়াও United Nations Framework Convention on Climate Change (UNFCC) এর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৯ সালের ৭-১৮ ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে Conference of the Parties (COP 15) অনুষ্ঠিত হয়েছিল যার সাথে উপরোল্লিখিত প্রতিবেদনে উল্লিখিত তারিখের সাদৃশ্য পাওয়া যায়।</p> <p><img alt="kalerkantho" height="671" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/1/00-3.jpg" width="1024" /></p> <p>পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির লং ড্রাইভে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সুতরাং, শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।</p>