<p>গত ২ জানুয়ারি নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে জানায়, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার। গত এক বছরে ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার।</p> <p>বিদ্যমান ভোটার তালিকা আইন অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৫ সালে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদেরকেই অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটার তালিকায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৭ বছর বয়সে ভোটার হলে যেসব আইনি সংকট তৈরি হতে পারে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736154734-57a2dd72bb15d5b8409b4dfd24b19722.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৭ বছর বয়সে ভোটার হলে যেসব আইনি সংকট তৈরি হতে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/06/1465626" target="_blank"> </a></div> </div> <p>নতুন করে সংবিধানের ১২২ ধারা ও ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে ভোটার হওয়ার বয়স কত হতে পারে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সংশ্লিষ্ট শাখা থেকে এ নিয়ে একটি তথ্য পাওয়া গেছে।</p> <p>বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে এনআইডি অনুবিভাগ বলছে, প্রতি বছর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির যে হার সে অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার বৃদ্ধির হার হয় ২ দশমিক ৫ শতাংশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736154167-24c6d45829230b4cb9a303b9421c748a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465625" target="_blank"> </a></div> </div> <p>ইসির ওই কর্মকর্তা জানান, চলতি বছর যদি ভোটার হওয়ার বয়স এক বছর কমিয়ে ১৭ বছর করা হয় সেক্ষেত্রে ভোটার বৃদ্ধির হার হবে ৫ শতাংশ।</p> <p>খসড়া ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ।</p> <p>ইসির এনআইডি দপ্তর বিবিসি বাংলাকে জানিয়েছে, এক বছর বয়স কমিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা হলে আগামী ভোটার তালিকায় নতুন করে যুক্ত হতে পারে ৫০ থেকে ৬০ লাখ ভোটার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736133461-e25d9c6e6ec988c1361749faf180fa7d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/06/1465532" target="_blank"> </a></div> </div> <p>নতুন ভোটার তালিকায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন এই ভোটাররা ভোট দিতে পারবেন আগামী জাতীয় নির্বাচনে।</p> <p>নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা বলেছিলাম, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাব। এখন আমরা একটু ওয়েট করেই যাব বলে আমার ধারণা।’<br />  </p>