<p style="text-align:justify">দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানকালীন কালের কণ্ঠ থেকে অনেক সময়োপযোগী সংবাদ পেয়েছিলাম। যার জন্য কালের কণ্ঠকে ধন্যবাদ।’</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, ‘২০২৪-পরবর্তী সময়ে আমাদের সব গণমাধ্যম তাদের মতো করে সংবাদ প্রকাশ করার সুযোগটা পাচ্ছে। গত ১৫ বছর আমাদের এখানে (বাংলাদেশ) প্রফেশনালিজমের চর্চাটা অনেকখানি কমে গেছে। আমাদের যে সুযোগটা এসেছে বিভিন্ন সেক্টরে সবাই যাতে তাদের যথাযথ কাজটা করেন। কালের কণ্ঠের কাছে আমার এটাই প্রত্যাশা।’</p> <p style="text-align:justify">কালের কণ্ঠকে প্রতিষ্ঠাবার্ষিকীতে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের যেন উপকার হয়, এমন সংবাদ প্রকাশ করবেন। গত জুলাই অভ্যুত্থানকালীন কালের কণ্ঠ থেকে অনেক সময়োপযোগী সংবাদ আমরা পেয়েছিলাম। যার জন্য কালের কণ্ঠকে ধন্যবাদ। এবং আশা করব পরবর্তী সময়গুলোতেও কালের কণ্ঠ তার এই ধারাবাহিকতা বজায় রাখবে। এবং ন্যায্য ও সঠিক সাংবাদিকতার চর্চা করবে।’</p> <p style="text-align:justify">উল্লেখ্য, জাতিকে ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি যে পথচলা শুরু কালের কণ্ঠের। পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে। আজ কালের কণ্ঠ ১৫ বছর ধরে সময়ের সঙ্গে মানিয়ে নিত্যনতুন ভাবনা ও বাস্তবতাকে গ্রহণ করলেও স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখেছে।</p> <p style="text-align:justify">বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তবুদ্ধি চর্চার মধ্য দিয়ে এই দীর্ঘ পথচলায় মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন লাভ করেছে পত্রিকাটি।</p> <p style="text-align:justify"><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkalerkanthodigital%2Fvideos%2F999024885592739%2F&show_text=false&width=476&t=0" width="400"></iframe></p>