<p>নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মৈষটেক ও মিরেরটেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় তিতাস গ্যাসের এক প্রকৌশলীসহ কয়েকজন আহত হয়েছেন।</p> <p>বুধবার (৮ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এবং জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p>তিতাসের পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জকে অবহিত করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এবং কম্পানির জনবল দিয়ে মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ২০০টি বাড়ির আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এই অভিযানে প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন ভোটারদের তথ্য সংশোধন নিয়ে যা জানাল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736345881-c0345ff89d7d03519f65924af5e53c1f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন ভোটারদের তথ্য সংশোধন নিয়ে যা জানাল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/08/1466546" target="_blank"> </a></div> </div> <p>মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সংঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের হামলায় তিতাসের সোনারগাঁওয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়া অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।</p>