<p>গত বছরের জুলাই ও আগস্টে স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘটায়  ছাত্র-জনতা। আপামর জনসাধারণ যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে, তাতে বড় ভূমিকা ছিল গণমাধ্যমকর্মীদের। ওই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছেন। নানা সংকটে ধুঁকছে তাদের পরিবার। ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে প্রিয়জন হারানো এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ। তাদের বিনম্র্র শ্রদ্ধা জানিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকাটি। </p> <p>বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কালের কণ্ঠ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই পাঁচজন শহীদ সাংবাদিকের পরিবারকে দুই লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন। যার মধ্যে নিহত দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেনের পরিবার সহায়তা গ্রহণ করেন। কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়েছিলেন শাকিলের বাবা মো. বেলায়েত হোসেন। তিনি দুই লাখ টাকার চেক গ্রহণ করেন। তার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ ছাড়া ৫ শহীদের পরিবারকে এক কোটি টাকা প্রদানের ঘোষণাও করেন আহমেদ আকবর সোবহান।</p> <p>বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘আজকে আনন্দঘন মুহূর্তে পাঁচজন সাংবাদিককে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি। নিহত সাংবাদিকের পরিবারের পাশে বসুন্ধরা থাকবে।’ নিহত সাংবাদিকদের পরিবারের সঙ্গে সমবেদনা জানান তিনি।</p> <p>অনুষ্ঠানে সাংবাদিক শফিক রেহমান বলেন, ‘নিহত সাংবাদিকদের জানাই গভীর শ্রদ্ধা। তাদের অবদানে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের অবদান ভুলে যাওয়ার নয়। এসব তিনি বসুন্ধরা গ্রুপের কাছে নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবি করেন।</p> <p>শাকিলের বাবা বেলায়েত হোসেন বলেন, ‘আমার আজকে এখানে উপস্থিত হবার কথা ছিল না। হয়েছি কারণ আমার একমাত্র ছেলে শাকিল চলে গেছে। এই সন্তানকে হারিয়ে আমি আজকে নিঃস্ব। আল্লাহপাক তাকে কবুল করে নিয়েছে।’</p> <p>সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনারা যে কাজে নিয়োজিত আছেন, তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করব। শাকিলকে যেভাবে আপনারা স্মরণ করলেন, সে জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না।’</p> <p>কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, ‘আগের সরকারের সবচেয়ে ঘনিষ্ট বেনজিরের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন করেই কিন্তু কালের কণ্ঠ সরকারের পতন ত্বরাণ্বিত করেছিল। আমাদের মালিকপক্ষ কখনই প্রতিবেদন করতে বাধা দেয়নি। শতাধিক এমপির বিরুদ্ধে আমাদের প্রতিবেদন আছে, যেগুলো সরকার পতনের আগের।’</p> <p>জুলাই আন্দোলেনে উত্তরার আজমপুরে তুমুল সংঘর্ষের সময় খুব কাছ থেকে ভিডিও ধারণ ও ছবি তুলছিলেন দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন। সেখানে তিনি নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। শাকিল টঙ্গী সরকারি কলেজের বিএসএস (পাস) ও মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। একমাত্র ছেলের শোকে বৃদ্ধ বাবা বেলায়েত হোসেনের মুখে কথা নেই। থাকেন টঙ্গীর দত্তপাড়ার একটি ভাড়া বাসায়। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কাফিলাতলীতে।</p>