<p style="text-align:justify">অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার দুপুর ২টায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান তিনি। এ সময় হাইকমিশনারের সফরসঙ্গী ছিলেন উপহাইকমিশনার পবন বাধে। </p> <p style="text-align:justify">তাদের স্বাগত জানান দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী, উপ সম্পাদক মেহেদী হাসান তালুকদার প্রমুখ। </p> <p style="text-align:justify">এর আগে প্রতিনিধিসভার মাধ্যমে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল ১১টা থেকে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন শুরু হয়, যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় কেক কাটা হবে। বিকেল ৫টা থেকে কালের কণ্ঠ কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।</p>