<p>দেশের অন্যতম শীর্ষ দৈনিক পত্রিকা কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী উদযাপন গতকাল শুরু হয়েছে। আজ ১০ জানুয়ারি পত্রিকাটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় আছেন বিসিবির পরিচালক আকরাম খানও।</p> <p>কালের কণ্ঠের সাফল্য কামনা করেছেন ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ের অধিনায়ক আমরাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি। ১৫ বছর ধরে যেভাবে সফলতার সঙ্গে কাজ করছে এটা অনেক বড় ব্যাপার। আমার অনেক পত্রিকার মধ্যে কালের কণ্ঠকে আমি খুব পছন্দ করি। নিউজগুলো পড়তে ভালো লাগে। বিশেষ করে স্পোর্টসেরটা। বাকিগুলোও ভালো।’</p> <p>আগামীতেও কালের কণ্ঠ আরো ভালো কাজ করবে এমন প্রত্যাশা রেখে আকরাম বলেছেন, ‘আশা করছি, গত ১৫ বছর যেভাবে কাজ করেছে... একটা বিষয় লক্ষ করেছি যে দিন দিন প্রত্যেক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। আশা করছি যে আগামীতে আরো ভালো হয় এবং দোয়া করছি আপনারা আরো ভালো কিছু করবেন।’ </p> <p>এর আগে প্রতিনিধিসভার মাধ্যমে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল ১১টা থেকে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন শুরু হয়, যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় কেক কাটা হবে। বিকেল ৫টা থেকে কালের কণ্ঠ কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।</p>