<p>বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের জেলা রেজিস্টার খন্দকার জামীলুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্টার মাইকেল মহিউদ্দীন আবদুল্লাহ। <br /> শনিবার (১১ জানুয়ারি) সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মো. শাহিদুর রহমান, কমিশনার মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও মফিজুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে : কাদের গণি চৌধুরী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736602751-4eec86fe6afb93e1ccbbf1f58257a86f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে : কাদের গণি চৌধুরী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/11/1467544" target="_blank"> </a></div> </div> <p>কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি-মোহাম্মদ রমজান খান, সহসভাপতি আবদুল বারী, আফসানা বেগম, আশ্রাফুল ইসলাম, আরিফুর রহমান, আবু তালেব, মুনিরুল হাসান এবং ওসমান গনি মন্ডল। যুগ্ম মহাসচিব গোলাম মোর্তজা, শাহিন আলম ও জাহাঙ্গীর আলম। সাংগঠনিক সম্পাদক মামুন বাবর মিরোজ ও যুগ্মসাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন। কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম, যুগ্ম-কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক এস এম আদনান নোমান, যুগ্মসাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক খায়রুল বাশার ভুইয়া পাভেল, প্রচার প্রকাশনা সম্পাদক রায়হান মিয়া, যুগ্মপ্রচার প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, কল্যাণ সম্পাদক এস এম আবু মুসা, দপ্তর সম্পাদক আলী আজগর, যুগ্মদপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন, আইন সম্পাদক তৌহিদুল ইসলাম, আইসিটি সম্পাদক মকছু মিয়া, সম্পাদক খিদমত আজমল হোসেন, যুগ্মসম্পাদক খিদমত জাহিদুর রহমান ও রায়হান হাবীব ও মহিলা সম্পাদক উম্মে সালমা।</p> <p>নির্বাহী সদস্যরা হলেন, শেখ কাওসার আহমেদ, অহিদুল ইসলাম, হাফিজা হাকিম রুমা, ইমরুল খোরশেদ, শাহজাহান আলী, শাহীন আলী, ফয়সাল বিন সালেহ, আসিফ নেওয়াজ, তানিয়া সুলতানা, মশিউর রহমান ও আবদুর রহমান।</p>