<p style="text-align:justify">চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাট হাতে টানা ব্যর্থতায় বাদ পড়েছেন লিটন দাস। তবে লিটনের বাদ পড়াকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করতে দেখা গেছে অনেকে। তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস ফ্যাক্টস। </p> <p style="text-align:justify">প্রেস উইংসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, দল থেকে লিটন দাসের বাদ পড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, খারাপ পারফর্মেন্সের কারণেই বাদ পড়েছে লিটন দাস। গত ১৩ ওয়ানডে ম্যাচে একটি হাফ সেঞ্চুরিও নেই লিটন দাসের। বিশেষ করে গত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ব্যাটিং পিচেও হতাশ করেছেন লিটন দাস। এক কারণেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য তার ওপর ভরসা করতে পারেননি নির্বাচকরা। </p> <p style="text-align:justify">পোস্টে আরো বলা হয়েছে, দল থেকে বাদ পড়ার জবাব ব্যাটের মাধ্যমেই দিয়েছেন লিটন দাস। বিপিএলে ৫৫ বলে ১২৫ রানের ঝড়ো এক ইনিংস করেছেন তিনি। ম্যাচ শেষে এই ওপেনার বলেন, জাতীয় দলের হয়ে খেলি বা ঘরোয়া ক্রিকেট, আমার কাজ রান বের করা। আমি আমার কাজটা করে যাবো যাতে আমার নিজের ও দলের সাফল্যে অবদান রাখতে পারি।</p> <p style="text-align:justify">এর আগে গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর মাশরাফী বিন মোর্ত্তজার বাড়িতে দেওয়া আগুনকে লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে প্রচার করে ভারতীয় গণমাধ্যম। পরে এ বিষয়ে মুখ খুলেছিলেন লিটন দাসও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে, আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’ </p>