<p>বাংলাদেশে বড় বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘আমি আজ বাংলাদেশের নিটওয়্যার সেক্টর পরিদর্শন করেছি। বাংলাদেশ বিশ্বের অন্যতম পোশাক উৎপাদনকারী দেশ। কারখানার মালিক ও কর্মচারীদের সঙ্গে আলাপ করেছি, কিভাবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নেওয়া যায়।’</p> <p>সোমবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জের দুটি রপ্তানিমুখী পোশাকশিল্পের প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইইউর বাংলাদেশ ডেলিগেশনের ট্রেড অ্যাডভাইজার আবু সাইদ বেলাল। </p> <p>সকাল ১১টায় নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপে যান মিলার। সেখানে পোশাক কারখানা পরিদর্শন করেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টায় নিট গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে (বিকেএমইএ) যান রাষ্ট্রদূত। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মাইকেল মিলারকে বাংলাদেশের গার্মেন্টসশিল্পের মান নিয়ে নানা ধারণা দেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।</p> <p>বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের অন্যান্য দেশের উৎপাদিত পোশাক থেকে মানগত দিক দিয়ে অনেক ভালো। পোশাক খাতে ব্যবহৃত মেশিন ও কেমিক্যাল বিশ্বের উন্নত দেশগুলো থেকে আমদানি করা হয়। যার কারণে পণ্যের গুণগত মান সব সময় বিদেশি ক্রেতার সব চাহিদা পূরণ করতে পারে। এ ছাড়া বাংলাদেশ গার্মেন্ট পণ্য উৎপাদনের জন্য বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশি এগিয়ে। দেশের পোশাকশিল্পের এসব দিক রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন বিকেএমইএর সভাপতি।</p>