ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

রাতে শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাতে শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

সারা দেশে আগামী ৪৮ ঘণ্টায় রাতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী তিন দিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
পর্দায়-মঞ্চে সমান ব্যস্ততা কনার

পর্দায়-মঞ্চে সমান ব্যস্ততা কনার

 

এতে বলা হয়েছে, আগামী তিন দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায়— অর্থাৎ মঙ্গল ও আগামীকাল বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন
লায়লাকে হত্যাচেষ্টা : মামুনের বিরুদ্ধে শুনানি পেছাল

লায়লাকে হত্যাচেষ্টা : মামুনের বিরুদ্ধে শুনানি পেছাল

 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা কমতে পারে।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 

মন্তব্য

মার্চ ফর ফেলানী, নেতৃত্ব দেবেন সারজিস আলম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্চ ফর ফেলানী, নেতৃত্ব দেবেন সারজিস আলম

কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী নিয়ে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা। বুধবার (১৫ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ অফিসার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর ও মুখ্য সংগঠক সাদিকুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য তুলে ধরে ড. আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রাম সীমান্তে ফেলানীকে নির্মমভাবে গুলি করে হত্যার পর অমানবিকভাবে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। এ ছাড়াও সীমান্তে নানাভাবে বিএসএফ মানুষ হত্যা করে চলেছে। বিগত নতজানু আওয়ামী সরকারের ১৬ বছরের শাসনে ভারতের এমন হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি। তাই বর্তমান ছাত্র-জনতার সরকার আমলে ফেলানী হত্যার বিচার করাসহ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয়ভাবে আন্দোলন শুরু করা হবে কুড়িগ্রাম থেকে।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রামে সারজিস আলমসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রামে এসে পথসভাসহ আন্দোলন শুরু করবেন। এটি কুড়িগ্রাম থেকে শুরু হলেও তা জাতীয় কর্মসূচি হিসেবে পালন করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে ভারতের এমন সীমান্ত হত্যা বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সরকারের কাছে দাবি করা হবে। এটি আন্তর্জাতিক ইস্যু হিসেবে আমরা সরকারের সহায়তায় ভারতকে দাবি জানাব।

আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

শেষে আজ বৃহস্পতিবারের মার্চ ফর ফেলানী কর্মসূচি সফল করতে স্থানীয় ছাত্র-জনতা সাংবাদিকসহ সকল পেশাজীবীদের সহায়তা কামনা করেন নেতৃবৃন্দ।

মন্তব্য

তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
সংগৃহীত ছবি

সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার। তবে এরপর আবার শনিবার থেকে তিন-চার দিনের জন্য দিন ও রাতের তাপমাত্রা কমার প্রবণতা শুরু হতে পারে বলে জানিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। এতে তখন সারা দেশে শীতের অনুভূতিও বাড়তে পারে। কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও।

 

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গতকাল বুধবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর ১৮ ডিসেম্বর (শনিবার) থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কমতে পারে। ২০ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে তখন শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

তবে ২০ ডিসেম্বর মূলত তাপমাত্রা বেশি কমতে পারে। এরপর আবার ২১ ডিসেম্বর (মঙ্গলবার) বা এর পর থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।’

তিনি আরো বলেন, ‘১৯ বা ২০ ডিসেম্বর দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে শৈত্যপ্রবাহ হলেও তা খুব বিস্তৃত পরিসরে হওয়ার আশঙ্কা কম।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ বৃহস্পতিবার। সারা দেশে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। আগামীকাল শুক্রবারও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরদিন শনিবার আবার দিনের তাপমাত্রা কমতে পারে।

আগামী কয়েক দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আজ সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে কুয়াশা তুলনামূলক বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ‘বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পশ্চিমে কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েক দিন সারা দেশে কুয়াশা কম থাকতে পারে।’ 

এদিকে গতকালও দেশের উত্তরে কুয়াশা তুলনামূলক বেশি ছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। জেলার তেঁতুলিয়ায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০.৭ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ১১.২ ডিগ্রি ও কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক আজ
ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ কালের কণ্ঠকে জানিয়েছেন, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বৈঠক চলবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আমন্ত্রণ পেলেও সর্বদলীয় বৈঠেকে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক নন দলের নীতিনির্ধারকরা। বিএনপির মনোভাব জানার পর তাদের সমমনা রাজনৈতিক দলও বৈঠকে যোগদানের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না।

তবে রাত ৯টা পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।  

ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি বলেন, ‘আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে ঘোষণার খসড়াপত্র পেয়েছি।

তিনি আমাদের মতামত জানাতে অনুরোধ করেছেন।’ 

তিনি বলেন, ‘বিষয়টি এত বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে এক দিনের নোটিশে এটা করা সম্ভব নয়। আমরা (দলে) এ বিষয়ে আলোচনা করেছি এবং আরো আলোচনা করব। অন্যান্য দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে হবে।

শুধু তা-ই নয়, সংবিধান বিশেষজ্ঞ যাঁরা আছেন, তাঁদের সঙ্গেও কথা বলতে হবে। কারণ সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে, যেগুলো আমাদের দেখতে হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, সরকারের দেওয়া খসড়া ঘোষণাপত্রের বেশ কিছু বিষয়ে বিএনপি একমত নয়। বিএনপি এ বিষয়ে দলীয় আলোচনা করেছে। তা ছাড়া বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে দায়সারাভাবে গত ১৫ বছরের গুম, খুন ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে বলে মনে করছে দলটি।

এ ছাড়া বাহাত্তর সালের সংবিধান বাতিল বা সংশোধনের বিষয়টি উল্লেখ করা আছে খসড়া ঘোষণাপত্রে। দলটির নেতারা মনে করছেন, এর মানে বাহাত্তর সালের সংবিধান বাতিল করার লক্ষ্য নিয়েই এই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। 

এর আগে গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। মূলত বিএনপির বিরোধিতার কারণেই ঘোষণাপত্র দেওয়ার ওই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্যবিরোধীরা।

বিএনপির মিত্র দল গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ কালের কণ্ঠকে জানান, তাঁরা বৈঠকে যাবেন কি না তা নিশ্চিত নয়।

মন্তব্য

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ
সংগৃহীত ছবি

দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। 

বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 

আরো পড়ুন
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ

 

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, ‘৪৬ হাজার নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই। যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার কমিশন নামে আরো একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করার কথাও জানান বদিউল আলম মজুমদার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ