শীতের আমেজ না কাটতেই রাজধানীতে শনিবার হঠাৎ বৃষ্টির দেখা মিলেছে। রাজধানী ছাড়াও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।
সরেজমিনে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফার্মগেট, আগারগাঁও, মিরপুর, বিজয় সরণী, গ্রীনরোড. পান্থপথ, শুক্রাবাদ, কলাবাগান, ধানমন্ডি, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর, মতিঝিল ও উত্তরাসহ রাজধানীর প্রায় সর্বত্র বৃষ্টির দেখা মেলে। এর মধ্যে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হতে দেখা গেছে। এ ছাড়া যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে দেখা মিলেছে শিলাবৃষ্টির। বৃষ্টির কারণে মিরপুর, মোহাম্মদপুর ও বসুন্ধরাসহ বেশ কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের সংবাদও পাওয়া গেছে।
আরো পড়ুন
‘ছাত্র-জনতা ধর্ষকদের বিচার নিশ্চিত করবে’
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কালের কণ্ঠকে বলেন, এটি প্রাক বর্ষার বৃষ্টিপাত। বিচ্ছিন্নভাবে এই বৃষ্টিপাত হয়েছে। রবিবারও এমন বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ৮ বিভাগেই বৃষ্টি হতে পারে।
তবে রংপুর ও চট্টগ্রামে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। ঢাকা, কিশোরগঞ্জ ও নরসিংদিতে এই বৃষ্টিপাাতের প্রবণতা বেশি। ধীরে ধীরে তা সিলেট ও হবিগঞ্জের দিকে এগোচ্ছে। বৃষ্টিপাতে দিনের তাপমাত্রা স্থানভেদে কিছুটা কমেছে। বৃষ্টিপাতের কারণে রবিবার এই তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে ঢাকায় রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা আছে।
আরো পড়ুন
‘বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে’
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি।
আবহাওয়াবিদরা জানান, ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালি এই চার এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত জানানো হয়েছে। রবিবার এই সংকেত কমে ১ নম্বর সতর্ক সংকেত হতে পারে।