‘হেডম থাকলে দেশে আসেন’, গোলাম রাব্বানীকে হাসনাত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘হেডম থাকলে দেশে আসেন’, গোলাম রাব্বানীকে হাসনাত
সংগৃহীত ছবি

চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে বুধবার (২৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট দেন হাসনাত। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক হাসনাতদের বিচার করা জরুরি বলে মন্তব্য করেন।

আরো পড়ুন
যেসব বিভাগে আজ ঝরতে পারে বৃষ্টি

যেসব বিভাগে আজ ঝরতে পারে বৃষ্টি

 

হাসনাতের পোস্টের মন্তব্যের ঘরে গোলাম রাব্বানী লিখেন, ‘মেটিকুলাসলি ডিজাইনড ষড়যন্ত্রের অবিচ্ছেদী অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি।

জবাবে হাসনাত লিখেন, ‘গোলাম রাব্বানী দেশে আসেন। দেশে এসে বিচার করেন। হেডম থাকলে আসেন।’

আরো পড়ুন
স্বামীর গোপনাঙ্গ কর্তন, নির্মম প্রতিশোধের শিকার স্ত্রী

স্বামীর গোপনাঙ্গ কর্তন, নির্মম প্রতিশোধের শিকার স্ত্রী

 

হাসনাত তার মূল পোস্টে লিখেন, ‘রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিনশেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে।

বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র তিন দিনেই আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থান সফল হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদদদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে অপমানের শামিল।’

তিনি আরো লিখেন, ‘অথচ, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়তো। নির্বিচারে গুম, খুন ও আরেকটি গণহত্যা করতে তারা তখন বিন্দুমাত্র পিছপা হতো না।

গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়তো ফাঁসির দড়ি, ক্রসফায়ারে মারা পড়তো অগণিত ফ্যাসিবাদ বিরোধী মানুষ, আয়নাঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র-জনতার। সারা দেশে তখন নেমে আসতো নিরপরাধ জনমানুষের শোকের কালছায়া।’

আরো পড়ুন
পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ-আসিফ

পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ-আসিফ

 
মন্তব্য

সম্পর্কিত খবর

হাব নির্বাচনে গোলাম সরওয়ার-ফরিদ মজুমদার প্যানেল জয়ী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
হাব নির্বাচনে গোলাম সরওয়ার-ফরিদ মজুমদার প্যানেল জয়ী

এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনে সৈয়দ গোলাম সরওয়ার ও ফরিদ আহমেদ মজুমদারের নেতৃত্বাধীন ‘হাব ঐক্য কল্যাণ পরিষদ’ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন।

মন্তব্য

আলোচিত-১০ (২২ ফেব্রুয়ারি)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, হতে পারে রবিবারও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে হঠাৎ বৃষ্টি, হতে পারে রবিবারও
ছবি : ফোকাস বাংলা

শীতের আমেজ না কাটতেই রাজধানীতে শনিবার হঠাৎ বৃষ্টির দেখা মিলেছে। রাজধানী ছাড়াও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।

সরেজমিনে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফার্মগেট, আগারগাঁও, মিরপুর, বিজয় সরণী, গ্রীনরোড. পান্থপথ, শুক্রাবাদ, কলাবাগান, ধানমন্ডি, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর, মতিঝিল ও উত্তরাসহ রাজধানীর প্রায় সর্বত্র বৃষ্টির দেখা মেলে। এর মধ্যে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হতে দেখা গেছে। এ ছাড়া যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে দেখা মিলেছে শিলাবৃষ্টির। বৃষ্টির কারণে মিরপুর, মোহাম্মদপুর ও বসুন্ধরাসহ বেশ কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের সংবাদও পাওয়া গেছে।

 

আরো পড়ুন
‘ছাত্র-জনতা ধর্ষকদের বিচার নিশ্চিত করবে’

‘ছাত্র-জনতা ধর্ষকদের বিচার নিশ্চিত করবে’

 

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কালের কণ্ঠকে বলেন, এটি প্রাক বর্ষার বৃষ্টিপাত। বিচ্ছিন্নভাবে এই বৃষ্টিপাত হয়েছে। রবিবারও এমন বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ৮ বিভাগেই বৃষ্টি হতে পারে।

তবে রংপুর ও চট্টগ্রামে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। ঢাকা, কিশোরগঞ্জ ও নরসিংদিতে এই বৃষ্টিপাাতের প্রবণতা বেশি। ধীরে ধীরে তা সিলেট ও হবিগঞ্জের দিকে এগোচ্ছে।  বৃষ্টিপাতে দিনের তাপমাত্রা স্থানভেদে কিছুটা কমেছে। বৃষ্টিপাতের কারণে রবিবার এই তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বিশেষ করে ঢাকায় রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। 

আরো পড়ুন
‘বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে’

‘বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে’

 

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। 

আবহাওয়াবিদরা জানান, ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালি এই চার এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত জানানো হয়েছে। রবিবার এই সংকেত কমে ১ নম্বর সতর্ক সংকেত হতে পারে।

প্রাসঙ্গিক
মন্তব্য

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না ৭১ শতাংশ মানুষ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না ৭১ শতাংশ মানুষ
সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার হওয়া উচিত নয় বলে মনে করেন ৭১ শতাংশ মানুষ।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারিতে এ জরিপটি পরিচালনা করে। যেখানে দেশের ৬৪ জেলা শহর ও গ্রামাঞ্চলের ৪৬ হাজার ৮০টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়।

জরিপে দেখা গেছে, প্রায় ৭১ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার হওয়া উচিত নয়, অন্যদিকে ২৪ শতাংশ মনে করেন নির্বাচনে দলীয় প্রতীক থাকা উচিত।

দেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনের পক্ষে প্রায় ৮৪ শতাংশ মানুষ মত দিয়েছেন। 

জরিপের ফলাফল স্থানীয় সরকার সংস্কার কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান।

জরিপে অংশ নেওয়া প্রায় ৯৭ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত।

এর মধ্যে ৩৮ শতাংশ মনে করেন প্রার্থীদের এসএসসি পাস করা উচিত, ৩০ শতাংশ মনে করেন এইচএসসি এবং ২৫ শতাংশ মনে করেন ন্যূনতম যোগ্যতা স্নাতক হওয়া উচিত।

বর্তমানে স্থানীয় সরকার পরিচালনার জন্য পাঁচটি আইন এবং ১০০টিরও বেশি বিজ্ঞপ্তি ও সরকারি আদেশ রয়েছে। এ বিষয়ে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, স্থানীয় সরকার পরিচালনার জন্য একটি একক ও সমন্বিত আইন থাকা উচিত।

প্রায় ৭৫ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট মোকাবেলায় একটি সমন্বিত সেবা কাঠামো থাকা উচিত।

দেশে ক্রমবর্ধমান নগরায়নের প্রেক্ষাপটে ৮৫ শতাংশ মানুষ উপজেলা পর্যায়ে একজন নগর পরিকল্পনাবিদ নিয়োগের পক্ষে মত দিয়েছেন।

এছাড়া ৮০ শতাংশ উত্তরদাতা উপজেলায় পূর্ণাঙ্গ দেওয়ানি ও ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ