স্ত্রীর সঙ্গে প্রবাসীর শেষ কথা— যুদ্ধে যাচ্ছি ফিরে নাও আসতে পারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্ত্রীর সঙ্গে প্রবাসীর শেষ কথা— যুদ্ধে যাচ্ছি ফিরে নাও আসতে পারি
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কাজের দেওয়ার কথা বলে রাশিয়া নিয়ে যুদ্ধে পাঠানো প্রবাসীদের স্বজনরা আজ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। এ সময় প্রিয়জনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আকুতি জানান। একইসঙ্গে অভিযুক্ত এজেন্সিকে শাস্তির আওতায় আনার দাবিও জানান তাঁরা।    

মানববন্ধনে এক ভুক্তভোগীর মা বলেন, আমি দালালকে বলি আমার ছেলেকে ফেরত চাই।

দালাল বলে আপনার ছেলে ফেরত দিবো কিন্তু আড়াই লাখ টাকা লাগবে। আমি বাড়ি গিয়ে সবার গয়না বন্ধক রেখে টাকা পরদিন সকালে ঢাকা গিয়ে আড়াই লাখ টাকা দেই দালালকে। তাও আমার ছেলেকে ফেরত পাইনি।  

আরেক ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, যুদ্ধের কথা জানতে পেরে দালালকে জিজ্ঞাসা করি যুদ্ধে কেন পাঠাইতাছেন? দালাল বলে, যুদ্ধের কথা আমিও জানতাম না।

অইখানে গিয়ে এমন হয়ে গেছে। কিন্তু সে সব জানে। 

ওই স্বজন আরো বলেন, এজেন্সির মালিক তার ভাইকেও পাঠাইছে। এইজন্য আমরা বিশ্বাস করছি।

কিন্তু সে তার ভাইকে নিরাপদে রেখে বাকিদের বিপদের মুখে ঠেলে দিছে। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জমা দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও আবেদন জমা দিয়েছি। এখন শেষ আবেদন ড. ইউনূস স্যারের কাছে। উনি যেন আমার স্বামীসহ সকলকে জীবিত ফিরিয়ে আনেন।

স্বামীর সঙ্গে গত পরশুদিন শেষ কথা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সেদিন তাকে যুদ্ধে নিয়ে গেছে। যুদ্ধে যাওয়ার আগে সে বলেছে, যুদ্ধে যাচ্ছি আর ফিরে নাও আসতে পারি। তোমরা যদি পারো আমারে বাংলাদেশে নেওয়ার চেষ্টা করো। এর পরে আর যোগাযোগ হয় নাই।   

এর আগেও তিনদিনের মিশনে যুদ্ধে গিয়েছিলেন উল্লেখ করে এই স্বজন বলেন, আল্লাহর রহমতে তিনি বেঁচে ফিরে আসছেন। তারপর দুই দিন বিরতি দিয়ে আবার নিয়ে যাওয়া হইছে। 

এর আগে তাদের এক মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান এই স্বজন। সে সময় এজেন্সির কাছে জানতে চাই তাদের সামরিক ট্রেনিং কেন করাচ্ছেন? তারা বলে, রাশিয়া অনেক বড় দেশ। বিভিন্ন দেশের সঙ্গে তাদের যুদ্ধ লেগে থাকে। তাই আত্মরক্ষার জন্য ট্রেনিং করানো হচ্ছে। তবে এই পর্যন্ত ভুক্তভোগীদের কেউই কোনো পারিশ্রমিক পাননি বলে জানান এই স্বজন। 

আরেক প্রবাসীর বোন বলেন, ৪ মাস আগে আমার ভাই গেছে। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে না। মেসেজ দিয়ে কথা বলে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের ভাইরা সুস্থ-সবল ভাবে আমাদের মাঝে ফিরে আসুক আর দালালদের উপযুক্ত শাস্তি হোক। 

আরো পড়ুন
রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!

রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!

 

প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন ‘রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি তুমুল আলোড়ন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, মালী ও বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে রাশিয়া নিয়ে গিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। এমন অন্তত ১০ ভুক্তভোগীর সন্ধান পায় দৈনিক কালের কণ্ঠ। এদের মধ্যে যুদ্ধে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ আহত এক যুবকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপির বর্ধিত সভা শুরু, খালেদা জিয়ার জন্য রাখা হলো ফাঁকা চেয়ার

    দীর্ঘ সাত বছর পর ঢাকায় বিএনপির বর্ধিত সভা ফাঁকা চেয়ার রাখা হলো বেগম খালেদা জিয়ার জন্য বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিএনপির বর্ধিত সভা শুরু, খালেদা জিয়ার জন্য রাখা হলো ফাঁকা চেয়ার
বর্ধিত সভা শুরু হয়েছে বিএনপির

দীর্ঘ সাত বছর পর ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) বর্ধিত সভা। সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের মাঝে এ নিয়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সারা দেশ থেকে আসা প্রায় চার হাজার প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই সভা।

বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের বাইরে থাকায় সভায় সশরীরে নেই তিনি। তবে সভা মঞ্চে সম্মানার্থে তাঁর জন্য প্রধান অতিথির চেয়ার রাখা হয়েছে। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখাসহ নানা দিকনির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যা মাঠে বাস্তবায়ন করবে তৃণমূলের নেতারা। সভায় স্বাগত বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আরো পড়ুন
বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নেবেন খালেদা জিয়া

বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নেবেন খালেদা জিয়া

 

পূর্বঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে বর্ধিত সভা শুরুর কথা ছিল।

সে অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকেই আমন্ত্রিত নেতারা এলডি হলসংলগ্ন মাঠে আসা শুরু করেন। কোরআন তিলাওয়াতের পর গত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে নিহত দলের নেতা-কর্মীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রয়াত ও গুম হওয়া নেতা-কর্মীদের জন্য শোকপ্রস্তাব পাঠ করা হয়। শোকপ্রস্তাব পাঠ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এক ছাতার নিচে সব নেতাকে নিয়ে বর্ধিত সভা করছে বিএনপি।

সভাটি বিএনপি নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে।

আরো পড়ুন
৪ পদ রেখে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্তি

৪ পদ রেখে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্তি

 

এদিকে মূল মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ রয়েছেন।

মন্তব্য

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০৪ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০৪ কর্মকর্তা
সংগৃহীত ছবি

১০৪ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানা হয়।

আরো পড়ুন
ওজু নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বুলু

ওজু নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বুলু

 

পদোন্নতি পাওয়া ১০৪ জনের মধ্যে দুই জন ভূতাপেক্ষভাবে পদোন্নতি পেয়েছেন।

আরো পড়ুন
চলছে বিএনপির বর্ধিত সভা, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান

চলছে বিএনপির বর্ধিত সভা, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান

 


 
ওই কর্মকর্তাদ্বয় পিআরএল/অবসরকালীন পদোন্নতির তারিখ থেকে বিধিমোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

মন্তব্য

ভোরেই রাজধানীর ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

    সতর্ক থাকার নির্দেশ
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভোরেই রাজধানীর ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর চারটি থানা (মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর) পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও সজাগ রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলোও ফাংশন করছে।

যৌথবাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে। থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। থানাসমূহ সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতেই এ পরিদর্শন।

উপদেষ্টা আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়।

এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এসময়েও সজাগ ও সতর্ক থাকে।

চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। গতকাল গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

 

উপদেষ্টা তার বারিধারাস্থ ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর-১ হয়ে দারুসসালাম থানায় যান। দারুসসালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি ২৭, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী, বনানী হয়ে বারিধারার বাসায় ফিরে আসেন।

থানাসমূহ পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা-সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো তৎপর হওয়ার নির্দেশ দেন। 

পথিমধ্যে তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কালশী মোড় চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তাছাড়া উপদেষ্টা মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

মন্তব্য

বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা, বেশি দূষণ যেখানে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা, বেশি দূষণ যেখানে
ছবি: কালের কণ্ঠ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৯২ স্কোর নিয়ে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

এদিন দূষণের শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি।

২২৭ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে বাংলাদেশের রাজধানী ঢাকা (১৯২), ভিয়েতনামের হ্যানয় (১৮৯), সেনেগালের ডাকার (১৮৫), পাকিস্তানের লাহোর (১৮৪) ও চীনের সাংহাই (১৮৯)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

এদিন ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ২২ গুণেরও বেশি রয়েছে।

বায়ুদূষণ থেকে নিরাপদে থাকতে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলতে বলেছে আইকিউএয়ার। এছাড়া ঘরের দরজা, জানালা বন্ধ রাখতে ও ঘরের বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা। ৩৫৬ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।

তালিকায় এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি (২৫৪), ঢাকার মার্কিন দূতাবাস (২২৬), কল্যাণপুর (২২৩) এলাকা। এসব এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ