তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শেয়ার
তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। এ ছাড়া দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আভাস দিয়েছে সংস্থাটি। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুন
চাঁদপুরে মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চাঁদপুরে মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

 

এদিকে আগামী তিন দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পরদিন রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে। 

আরো পড়ুন
বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় : ইসি মাছউদ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় : ইসি মাছউদ
ছবি: কালের কণ্ঠ

নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তাই আপাতত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নাই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সবাই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। তাই স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে চিন্তা করছি না।

আগে সংসদ নির্বাচন, পরে স্থানীয়।

আরো পড়ুন
ব্রেক নাকি ক্লাচ, গাড়ি থামাতে কোনটি আগে করবেন

ব্রেক নাকি ক্লাচ, গাড়ি থামাতে কোনটি আগে করবেন

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, ‘এই মুহূতে দেশে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোন পরিকল্পনা নেই, সবমিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দল কি বললো সেটা বিষয় না।

জাতীয় একটা নির্বাচনের প্রয়োজন, তবে যদি সরকার এবং রাজনৈতিক দলগুলো একমত থাকে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং পরে জাতীয় নির্বাচন হবে তাহলেই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে।’

তিনি বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা কোন কিছুই রিকোয়েস্ট পাইনি আর যেহেতু আমরা সর্বমহলে শুনছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি এবং প্রস্তুতিও নিচ্ছি। এরই অংশ হিসেবে সারা দেশে নির্ভুলভাবে ভোটার হালনগার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

আরো পড়ুন
মধুর ক্যান্টিনে হাতাহাতি, তদন্ত কমিটি করল গণতান্ত্রিক ছাত্রসংসদ

মধুর ক্যান্টিনে হাতাহাতি, তদন্ত কমিটি করল গণতান্ত্রিক ছাত্রসংসদ

 


 
নির্বাচন নিয়ে কোন হুমকি আছে কিনা জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা কোন রাজনৈতিক দল থেকে হুমকি বা কোন কিছুই পাইনি।

কে কি বললো এইটা নিয়ে আমাদের কোন মাথা ব্যথাও নেই, আমরা আমাদের মত করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। যদি রাজনৈতিক ভাবে সকলে মিলে একমত হয় যে, জাতীয় নির্বাচন পিছনে যাবে তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে।’

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সময় আসুক, সময় আসলেই সেটা বুঝা যাবে। তবে এতটুকু বলি নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন আছে তারা যদি নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে আমাদের বারণ করার কিছু নেই। তবে যদি সরকার কোন একটা বিশেষ দলকে নিষিদ্ধ ঘোষণা করে তাহলে আমাদের আইন অনুযায়ি তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল করা হবে।

ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম পরিদর্শনের সময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা জেইসন, তেঁতুলঝোড়া ইউপি সচিব আমির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য

কালের কণ্ঠের লোগো ব্যবহার করে ব্র্যাক স্কুলের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কালের কণ্ঠের লোগো ব্যবহার করে ব্র্যাক স্কুলের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার
সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে ব্র্যাক স্কুলের নামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতে দেখা যাচ্ছে। প্রচারিত ভুয়া বিজ্ঞপ্তিতে কোনো তারিখ উল্লেখ করেনি প্রতারকচক্র।

মূলত ‘ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্প)’ শিরোনামে এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি কালের কণ্ঠ প্রকাশ করেনি। ব্র্যাকের পক্ষ থেকে কালের কণ্ঠকে জানানো হয়েছে, ওই বিজ্ঞপ্তি সঠিক নয়, বরং ফেক।

আরো পড়ুন
জতুন বাংলাদেশের নতুন রিটেইল কনসেপ্ট শোরুম এবার চাঁপাইনবাবগঞ্জে

জতুন বাংলাদেশের নতুন রিটেইল কনসেপ্ট শোরুম এবার চাঁপাইনবাবগঞ্জে

 

প্রতারকচক্র ব্র্যাকের নাম ও কালের কণ্ঠের লোগো ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করছে।

সর্বসাধারণকে এই ভুয়া বিজ্ঞপ্তি আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য

শিগগিরই আসছে আসিফ মাহমুদের বই—‘জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শিগগিরই আসছে আসিফ মাহমুদের বই—‘জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু’
সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থান নিয়ে ‘জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু’ বই লিখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বইটি শিগিগিরই বাজারে আসবে বলে জানা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্মৃতিকথা নিয়ে বইটি লেখা হয়েছে।

বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, “জুলাই অভ্যুত্থান নিয়ে আন্দোলনের অন্যতম অগ্রনায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্মৃতিকথা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ‘জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু’।

অনলাইনে বইটির প্রি-অর্ডার করা যাবে প্রথমায়।

মন্তব্য

সাংবাদিকতা হচ্ছে সামষ্টিক উদ্যোগ : হাসান হাফিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাংবাদিকতা হচ্ছে সামষ্টিক উদ্যোগ : হাসান হাফিজ
ছবি : কালের কণ্ঠ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, ‘সাহিত্য একক ব্যক্তির কাজ নিভৃত সাধনা। বিপরীতে সাংবাদিকতা হচ্ছে সামষ্টিক উদ্যোগ। গণমাধ্যমের (প্রিন্ট, ইলেকট্রনিক বা বৈদ্যুতিক) মূলমন্ত্র আমি নয়, আমরা। অতি অবশ্যই এটি একটি টিমওয়ার্ক।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ বি এম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের ‘আজীবন সম্মাননা প্রদান ও স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ বছর এ বি এম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রবীণ সাংবাদিক আমান উল্লাহ। 

অনুষ্ঠানে ‘সাহিত্য ও সাংবাদিকতার আন্তঃসম্পর্ক’ শীর্ষক স্মারক বক্তব্যে হাসান হাফিজ বলেন, ‘সাহিত্য চিরকালীন, সাংবাদিকতা তাৎক্ষণিক। সাহিত্য কালজয়ী, অন্যদিকে সাংবাদিকতা কাজ করে সদ্য ঘটে যাওয়া ঘটনাবলি, তার গুরুত্ব, তাৎপর্য ও প্রভাব সম্পর্কিত বিষয় নিয়ে।

সাহিত্যের যে আবেদন, তার যে সৌকুমার্য ও নান্দনিকতা তথা সৌরভ, সেটা মানবমনে দাগ কাটে। গভীর সূক্ষ্ম আলোড়ন তোলে মনের পটে, তা একপ্রকার স্থায়ী আসন করে নিতে সমর্থ হয়।’

আরো পড়ুন
নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’

নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’

 

তিনি বলেন, ‘সাহিত্য ও সাংবাদিকতার মধ্যে মিল যেমন আছে, অমিলও রয়েছে। সহজেই অনুমেয় যে সাহিত্যের উন্মেষ ঘটেছে আগে।

সাংবাদিকতার বিকাশ পরবর্তী কালের ঘটনা। মানুষ যখন লেখাপড়া শেখেনি, কাগজ-মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটেনি, তখনো সাহিত্য ছিল। সময়ের বাঁকবদলে কালক্রমে মানুষ পড়াশোনা শিখল, সভ্যতার উৎকর্ষ সাধিত হলো। প্রসারিত হলো জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির চর্চা। গুহাচিত্রের মধ্যেও প্রতিফলন ঘটেছে আদিম সমাজের মানবমণ্ডলীর শিল্পতৃষ্ণার।
মানুষ মুখে মুখে ছড়া কেটেছে, ছন্দের দুলুনি অনুরণন তুলেছে তাদের মনে। গল্প বলিয়েরাও রূপকথার বয়ন ও বয়ান করেছেন। মুগ্ধ তন্ময়তা সহকারে মানুষ সেগুলোর কদর করেছে। পরিচয় দিয়েছে সমঝদারিত্বের। এভাবেই দেশে দেশে উদ্ভব ঘটেছে লোকছড়ার, লোকসাহিত্যের। পরম্পরাক্রমে সেই ঐতিহ্য, সেই নান্দনিকতা এসে পৌঁছেছে হালফিল ডিজিটাল বিশ্বে।’

কবি হাসান হাফিজ বলেন, ‘একজন রিপোর্টার চাঞ্চল্যকর, জনগুরুত্বসম্পন্ন কোনো ব্রেকিং নিউজ পেয়ে গেলেও এককভাবে সেটা শ্রোতা-দর্শক-পাঠকের কাছে তিনি পৌঁছাতে পারেন না। তাকে নির্ভরশীল হতে হয় আরো কয়েকজনের ওপর সম্পাদনার টেবিল, ছাপা বা ব্রডকাস্টিংয়ে নিয়োজিত কর্মীদের ওপর। সাহিত্য হচ্ছে সৃষ্টিশীল কাজ-কবি বা লেখকের নিভৃত সাধনার বিষয়। তাকেও পাঠক-শ্রোতার কাছে পৌঁছাতে হলে অন্যের সহায়তা নিতে হয়। সাংবাদিক যে তথ্য সংবলিত রিপোর্টটি তার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য প্রাণপাত পরিশ্রম করে থাকেন- সেই তথ্য কিন্তু একাধিক সাংবাদিকেরও করতলগত হতে পারে। কিন্তু সাহিত্য হচ্ছে মৌলিক বিষয়- সেটি লেখকের মস্তিষ্ক ও মননজাত পণ্য। সেখানে তিনি একক। কোনো অংশীদারির বিষয় নেই। কেউ কেউ হয়তো আপত্তি করতে পারেন পণ্য শব্দটির ব্যবহার নিয়ে। আমরা যদি খতিয়ে দেখি, তাহলে দেখব সেটি তো অন্যকে প্রাণিত, বিনোদিত, উদ্বুদ্ধ উদ্দীপিত করার জন্যই রচিত হয় বা হয়ে এসেছে। সাহিত্যের যে সৃষ্টি, তার সঙ্গে পাঠক যদি নিজের অনুভূতি, চিন্তন, কল্পনার সঙ্গে কিছুটা হলেও সাযুজ্য খুঁজে পান- তাহলে বলা যায় সাহিত্য সৃষ্টি সার্থক ও সফল।’

সাংবাদিকের ভাষাগত জ্ঞান বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে হাসান হাফিজ বলেন, ‘এখন সাংবাদিকতায় শৈথিল্য এসেছে। এখন অনেক রিপোর্ট, এমনকি সম্পাদকীয়তেও ভাষাগত ভুল পাওয়া যায়। ভাষাগত অজ্ঞতা ও অস্পষ্টতা লেখাকে অসচ্ছ করে। ভালো সাংবাদিক তার লেখার জন্য পাঠায় করে নেন।’

তিনি আরো বলেন, একজন সাংবাদিকের চোখ শুধু সংবাদের দিকেই থাকে না। সংবাদের পেছনে অনেক কিছুই তার অনুসন্ধানী দৃষ্টিতে আসে। এক সময়ে মানুষ, সাংবাদিকদের তাদের পক্ষের অধিকারকর্মী বিবেচনা করত। যারা মানুষের ও প্রকৃতির বিপন্নতার সময় তাদের পক্ষে কলম ধরবে।’

সাহিত্য ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক উল্লেখ করে হাসান হাফিজ বলেন, ‘সাহিত্য ও সাংবাদিকতার মধ্যে কোনো বৈরিতা নেই। সাংবাদিকতার ঘটনাকে উপজীব্য করেও কালজয়ী সাহিত্য রচনা হতে পারে। সাংবাদিকতা যদি সাহিত্য আশ্রিত হয়, তবে তা সার্থকতা মণ্ডিত করে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, ‘মূসা ভাই একজন তুখোড় রিপোর্টার ও সম্পাদক ছিলেন। সেই মানের সাংবাদিক ও সম্পাদক এখন আমরা পাই না। সেতারা মূসা দৈনিক জনতাসহ অনেক পত্রিকায় কাজ করেছেন। সেই সময় সাংবাদিকতা করা ছিলো, নারীদের জন্য খুব সাহসী কাজ। সেতারা মূসা সাংবাদিকতা করার পাশাপাশি নারী সাংবাদিকদের সংগঠিত করেছিলেন।’

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এ বি এম মূসার ৯৪তম এবং নারী সাংবাদিকতার অগ্রদূত সেতারা মূসার ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক আমান উল্লাহকে সম্মাননা স্মারক তুলে দেন এ বি এম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের সভাপতি মরিয়ম সুলতানা মূসা রুমা।

এ সময় আমান উল্লাহ বলেন, ‘কঠোর পরিশ্রমের মাধ্যমে এ বি এম মূসা নিজেকে একজন সফল সাংবাদিক হিসেবে গড়ে তুলেছিলেন। এ দেশের সাংবাদিকতা জগতে তিনি ছিলেন এক অনন্য প্রতিভা, কিংবদন্তি ও সাংবাদিকতার দিকপাল। বিরল ব্যক্তিত্বের অধিকারী এ বি এম মুসা পরিস্থিতি ও সময়ের সঠিক মূল্যায়ন করতেন। তার মধ্যে ছিল সাংবাদিকতা ও সাংবাদিকের প্রতি দূঢ় অঙ্গীকার ও দায়িত্ববোধ। সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্ব পালন করতেন তিনি। তিনি অর্জন করতে পেরেছিলন বড়দের সমর্থন ও ছোটদের আনুগত্য। নির্ভীক, দূঢ়চেতা ও বলিষ্ট চরিত্রের অধিকারী সব ধরনের বৈরিতাকে ঘৃণাভরে উপেক্ষা করে বীরের মতো চলে গিয়েছেন।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ব্যারিস্টার আফতাব উদ্দিন ও নির্বাহী সদস্য অধ্যাপক ড. শারমিন মূসাসহ জেষ্ঠ্য সাংবাদিকগণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মৃদুলা সমদ্দারের কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ