প্রধান উপদেষ্টার প্রেস উইং

দেশে কথিত ‘সেনা অভ্যুত্থান’ নিয়ে আনন্দবাজারে ভুয়া প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দেশে কথিত ‘সেনা অভ্যুত্থান’ নিয়ে আনন্দবাজারে ভুয়া প্রতিবেদন
সংগৃহীত ছবি

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শীর্ষক প্রতিবেদনটি ভুয়া বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুকে এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম তাদের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, যারা জুলাই ও আগস্ট মাসে তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।

এই ধরনের অপপ্রচার হাইব্রিড যুদ্ধের কৌশল হিসেবে পরিচিত, যা তথ্য যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে চালানো হয় বলেও দাবি করা হয়।

আরো বলা হয়, হাইব্রিড যুদ্ধের একটি বড় অংশ হল ডিসইনফরমেশন (ভ্রান্ত তথ্য প্রচার), যেখানে একটি প্রমাণহীন এবং বিভ্রান্তিকর গল্প প্রথমে একটি মিডিয়া আউটলেটে প্রচার করা হয়। এই গল্পটি পরবর্তীতে অন্যান্য মিডিয়া আউটলেটে ছড়িয়ে পড়ে, যার ফলে এটি কিছুটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এমনকি যারা বিষয়টি বিস্তারিতভাবে জানার সুযোগ পান না, তারা এই ধরনের অপপ্রচার বিশ্বাস করতে পারেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে বিবৃতিতে বলা হয়, এই প্রচারণার মূল লক্ষ্য হলো বাংলাদেশের জনগণ এবং তার সার্বভৌমত্বের প্রতি আঘাত হানা। এমনকি প্রায়শই ভারতীয় মিডিয়ার মুখপাত্র হিসেবে কাজ করা আনন্দবাজার পত্রিকা এমন একটি কল্পকাহিনীর প্রচার করছে, যা বাস্তবতা থেকে দূরে। বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে এসব গল্পের কোনো ভিত্তি নেই এবং এসবের পেছনে একটি সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের জনগণ এবং তার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখতে, সাংবাদিকদের উচিত তাদের সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করার পদ্ধতি পুনঃমূল্যায়ন করা এবং অপপ্রচার ছড়িয়ে দেওয়ার পরিবর্তে প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করা।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের নিয়োগপত্র জারি হবে আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের নিয়োগপত্র জারি হবে আজ
সংগৃহীত ছবি

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র আজ মঙ্গলবার (৪ মার্চ) জারি করা হবে। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের রায়ের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর তৃতীয় গ্রুপের (ঢাকা-চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা করা হলো।

এতে আরও বলা হয়, নির্বাচিত প্রার্থীদের; যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছেন তাদের অনুকূলে ৪ মার্চ নিয়োগপত্র জারি করা হবে।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১২ মার্চের মধ্যে যোগদান করতে হবে।

প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার (এসবি)/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে প্রেরণ ১৩ মার্চ এবং একই দিন পদায়ন আদেশ জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে (কারণ ও মতামতসহ) ২০ মার্চ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ছবি: কালের কণ্ঠ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং ও কল্যাণপুর এলাকায়।

২৩২ ও ২১৭ একিউআই স্কোর নিয়ে এই দুই এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (১৯৭), গুলশান ২ এর রব ভবন এলাকা (১৯১), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (১৬০), গুলশান লেকপার্ক (১৫৮), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৫৪) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

এ সময় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ইরাকের বাগদাদ এলাকায়।

২৯৪ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ভারতের দিল্লি (১৭৩), উগান্ডার কাম্পালা (১৬৫), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৩), পোল্যান্ড ক্রাকো (১৬০) ও পাকিস্তানের করাচি (১৫৯)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য

ঢাকা ও আশপাশের এলাকায় দিনে তাপমাত্রা কমবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকা ও আশপাশের এলাকায় দিনে তাপমাত্রা কমবে

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
আজ ৪ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

আজ ৪ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

 

এতে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা পরিমাণ ছিল ৬১ শতাংশ। 

মন্তব্য

একনজরে আজকের কালের কণ্ঠ (৪ মার্চ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

সর্বশেষ সংবাদ