শুক্রবার সকালেও চলবে মেট্রো রেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শুক্রবার সকালেও চলবে মেট্রো রেল

শিগগিরই শুক্রবার সকালেও মেট্রো রেল চালানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মে মাস থেকে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রো রেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি মেট্রো রেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কি না।

এ লক্ষ্যে আমরা কাজ করছি। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি, মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মেট্রো রেলের পিলারে গ্রাফিতি একসেপটেড। গ্রাফিতে আমাদের উদ্বুদ্ধ করেছে। এটি আমাদের পরিবর্তনের সহায়তা করেছে। কিন্তু মনের আনন্দে এখন অনেকে পোস্টার লাগাচ্ছে।

ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি করপোরেশন ও পুলিশকে চিঠি দিচ্ছি। আমাদের যে অ্যাকশন, সেটা আমরা নেব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেলেন উপদেষ্টা ফরিদা আখতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেলেন উপদেষ্টা ফরিদা আখতার
ছবি : ফোকাস বাংলা

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আছিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতারের আগে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতাল থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয়।

আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় যান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এরপর সন্ধ্যা ৭টায় মাগুরার নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
সিরিয়ায় সাংবিধানিক ঘোষণায় স্বাক্ষর আল-শারার, কী আছে এতে

সিরিয়ায় সাংবিধানিক ঘোষণায় স্বাক্ষর আল-শারার, কী আছে এতে

 

জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় যা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 

আরো পড়ুন
৫৬০ মডেল মসজিদ নির্মাণে সৌদির অনুদান নেই : প্রেসসচিব

৫৬০ মডেল মসজিদ নির্মাণে সৌদির অনুদান নেই : প্রেসসচিব

 

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া শেষনিঃশ্বাস ত্যাগ করে।

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী শিশু আছিয়া।

পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিনদুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য

৫৬০ মডেল মসজিদ নির্মাণে সৌদির অনুদান নেই : প্রেসসচিব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫৬০ মডেল মসজিদ নির্মাণে সৌদির অনুদান নেই : প্রেসসচিব
সংগৃহীত ছবি

সরকারি অর্থায়নে নির্মিত ৫৬০টি মডেল মসজিদে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অনিয়মের বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে জানিয়ে প্রেসসচিব বলেন, পতিত স্বৈরাচার সরকার এক বিলিয়ন ডলার ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন, এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প।

কিন্তু সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প।

আরো পড়ুন
৫৬০ মডেল মসজিদে অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন

৫৬০ মডেল মসজিদে অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন

 

তিনি বলেন, মসজিদ নির্মাণে অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। যেমন, এক প্রভাবশালী মন্ত্রী তার এলাকায় শহরের পরিবর্তে আট কিলোমিটার দূরে, যেখানে তিনি একটি রিসোর্ট করছেন, সেখানে সরকারি অর্থায়নে মসজিদ নির্মাণ করেছেন।

প্রতিটি মসজিদের নির্মাণ ব্যয় ১৭ কোটি টাকা। অনেকেই মনে করেন, এটি অর্ধেক খরচে নির্মাণ করা সম্ভব ছিল।

তিনি জানান, এই বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় প্রকল্পের দুর্নীতি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

প্রেসসচিব বলেন, এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে দেখবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুতে তীব্র প্রতিবাদ, ক্ষোভ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি মাগুরায় একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। যেখানে আট বছরের একটি শিশু, আছিয়াকে ধর্ষণ করা হয়। এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত আছিয়ার শারীরিক ও চিকিৎসা খোঁজখবর নিয়েছেন। আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন।

আরো পড়ুন
পঞ্চপাণ্ডবদের মাঠ থেকে অবসর নেওয়া প্রাপ্য ছিল, বলছেন সুজন

পঞ্চপাণ্ডবদের মাঠ থেকে অবসর নেওয়া প্রাপ্য ছিল, বলছেন সুজন

 

আওয়ামী লীগ সরকারের সময়ের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ২০১৮ সালে আওয়ামী সরকারের একতরফা নির্বাচনের সময়, নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে বিএনপি সমর্থিত গৃহবধূ পারুল বেগমকে, তার বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা সন্তানদের সামনে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা।

তিনি বলেন, দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে। তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে, যা অনেকেই ভয়ে কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন, বাদ পড়ছে না শিশুও। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতীর জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়।

বিএনপি মহাসচিব বিবৃতিতে আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকবিহব্বল পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য

৪০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে আমার সম্পর্ক নেই : সালাউদ্দিন তানভীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৪০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে আমার সম্পর্ক নেই : সালাউদ্দিন তানভীর

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর বই ছাপানো নিয়ে দুর্নীতিতে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।

তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে ৪০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তার সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। সব কিছু সাচিবিক প্রক্রিয়ায় করা হয়েছে। তিলকে তাল বানানো হয়েছে।

১০০ কোটি টাকার কাগজ কেনা হয়েছে। অথচ বলা হয়েছে ৪০০ কোটি টাকা দুর্নীতি  করা হয়েছে। এটা হাস্যকর।’ 

আজ বৃহস্পতিবার ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, ‘এনসিটিবিতে প্রতিবছর প্রায় ৪০ কোটি বই ছাপানো হয়। এর আগে স্বৈরাচার হাসিনা সরকার তাদের দোসর বন্ধু রাষ্ট্র থেকে খুবই নিম্ন মানের বই ছাপিয়ে নিয়ে আসত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশেই উন্নত মানের কাগজে বই ছাপানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। যখন এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা শিক্ষা মন্ত্রণালয়ে ছিল।

এ সময়ে কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমাদের। তখন যেসব সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে আমাদের কাজ করতে হয়েছিল, সেই সিন্ডিকেটের রোষানলে পড়ি।’

এনসিপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের পর জন-আকাঙ্ক্ষার দল জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক বন্দোবস্তকে প্রশ্নবিদ্ধ করতে এ অভিযোগ। আমি একজন নাগরিক পার্টির একজন দায়িত্বশীল হিসেবে আমার দ্বারা এ ধরনের কোনো একটা কার্য সম্পাদন হবে, এটা হতেই পারে না। যখনকার অভিযোগ নিয়ে আসা হয়েছে তখন আমাদের দল গঠনই হয়নি।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই, আমিও মানহানির মামলা করেছি। বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাও এ ব্যাপারে জানে যে কিভাবে কী হয়েছে। কিভাবে সিন্ডিকেটের হাত থেকে পাঠ্যপুস্তক উদ্ধার করে ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সবাই যেহেতু জানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকেও বলব, আপনার আপনাদের জায়গা থেকে প্রতিবেদন দেবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বিরুদ্ধে যদি এক পয়সারও লেনদেনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমি নিজের ইচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করব। আইন অনুযায়ী শাস্তি মাথা পেতে নেব।’

এর আগে ভুয়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করে সুনাম ক্ষুণ্নের অভিযোগ এনে সম্পাদক মহিউদ্দিন সরকারসহ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর এ মামলার আবেদন করেন। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী রবিবার আদেশের জন্য দিন ধার্য করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ