লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা
র্যাব বিলুপ্তসহ জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে। একটি প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। আমরা সবাই বসব, বসার পর আমাদের যা সিদ্ধান্ত তা জানাব। আমরা জাতিসংঘের এসব প্রস্তাবের বিষয়ে স্বাগত জানিয়েছি।
জাতিসংঘ একটি ভালো কাজ করেছে। আমরা বসে একটা সিদ্ধান্ত নেব।
—স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা
আলী ইমাম মজুমদার
খাদ্য উপদেষ্টা
সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে কিছুটা সংকট তৈরি হয়েছিল সেটি কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে। আগামী রমজান ঘিরে যাতে দ্রব্যমূল্য সহনশীল থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে।
—জেলা প্রশাসক কার্যালয়, কক্সবাজার
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব, বিএনপি
গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। আমি আগেও বলেছি, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা বারবার বলেছি, আমরা উদার গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নীতি ও অনুশীলনে বিশ্বাস করি এবং সেগুলো মেনে চলি।
অতীতেও আমরা তা-ই করেছি।’
—বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, গুলশান।
মোহাম্মদ রফিকুল আলম
মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি।
তাদের থেকে উত্তরের আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
—পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলছি না। রাষ্ট্র সংস্কারে সময় লাগে। এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। শুধু নির্বাচন করতে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তা অন্তর্বর্তী সরকারের করতে হবে। তার জন্য যেটুকু যৌক্তিক সময়ের প্রয়োজন হবে, জামায়াতে ইসলামী তার জন্য প্রস্তুত।
—নির্বাচন ভবন, আগারগাঁও
মজিবুর রহমান মঞ্জু
চেয়ারম্যান, এবি পার্টি
গুম, খুন, গণহত্যার বিচার না করলে খুনিরা সুযোগ পেলে আবার রক্তের হোলি খেলায় মেতে উঠবে। গণ-অভ্যুত্থানের সব পক্ষকে তারা আবার আয়নাঘরে বন্দি করবে।
—বিজয়নগর, ঢাকা
আমানউল্লাহ আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন, দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন। দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছেন।
—কেরানীগঞ্জ, ঢাকা