<p>সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও ভারতের চার প্রবাসী মোট দুই লাখ ৮০ হাজার দিরহাম পুরস্কার জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯২ লাখ টাকা। বিগ টিকিট ড্র সিরিজ ২৭০-এর অংশ হিসেবে আয়োজিত বিগ উইন প্রতিযোগিতায় তারা এ অর্থ জেতেন। গালফ নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>২৬ জানুয়ারির মধ্যে যারা একবারে অন্তত দুটি টিকিট কিনবেন, তারা বিগ উইন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং ২০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার জেতার সম্ভাবনা থাকবে।</p> <p>চার ভাগ্যবান বিজয়ীর মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের মোহাম্মদ সোহেল আহমেদ আলাউদ্দিন। ৪০ বছর বয়সী এই ফল বিক্রেতা এক লাখ দিরহাম জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ লাখ টাকা। তিনি ১৭ বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং আট বছর ধরে দুই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে প্রতি মাসে টিকিট কিনে ভাগ্য পরীক্ষার চেষ্টা করে আসছেন।</p> <p>সোহেল জানান, লটারি জেতার অনুভূতি অসাধারণ। তিনি পুরস্কারের অর্থ দিয়ে একটি ব্যবসা শুরু করতে চান, যা সব সময় তার স্বপ্ন ছিল। আর অবশ্যই তিনি বিগ টিকিটের সঙ্গে তার যাত্রা চালিয়ে যাবেন।</p> <p>আরেক বাংলাদেশি প্রবাসী সামিউল আলম আব্দুর রাজ্জাক ৯০ হাজার দিরহাম জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ লাখ টাকা। দুবাইয়ে বসবাস করা এই সাজসজ্জাকর্মী পাঁচ বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছেন। ৩০ জন বন্ধু মিলে যৌথভাবে টিকিট কিনে ভাগ্য পরীক্ষা করেন তারা।</p> <p>রাজ্জাক বলেন, ‘(লটারি) জেতায় আমি আনন্দিত। পুরস্কারের অর্থ বন্ধুদের মধ্যে ভাগ করে দেব। কারণ আমরা সব সময় একসঙ্গে টিকিট কিনি। আমি ইতিমধ্যে জানুয়ারির ড্রয়ের জন্য টিকিট কিনেছি এবং এই উত্তেজনাপূর্ণ যাত্রা চালিয়ে যেতে চাই।’</p> <p><strong>৩০ বছরে প্রথমবার জয়  </strong><br /> এদিকে ভারতের গোয়ার ৫৯ বছর বয়সী ব্যবসায়ী জাফর মোতিওয়ালা ৫০ হাজার দিরহাম জিতেছেন। ১৯৯৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ও বর্তমানে আজমানে থাকা মোতিওয়ালা প্রায় ৩০ বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছেন। প্রথমে তিনি ডিউটি ফ্রি র‍্যাফল থেকে শুরু করেন এবং পরে প্রতি মাসে চার বন্ধুর সঙ্গে বিগ টিকিট কিনতে শুরু করেন।</p> <p>চতুর্থ ভাগ্যবান বিজয়ী হলেন ভারতের কেরালার ৪৭ বছর বয়সী কম্পিউটার প্রকৌশলী অনিল জনসন। আবুধাবিতে ১৯ বছর ধরে বসবাসকারী জনসন ১৫ বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছেন। কখনো একা, কখনো বন্ধুদের সঙ্গে মিলে তিনি বিভিন্ন কম্বিনেশন চেষ্টা করে আসছেন। তিনি প্রতিযোগিতায় ৪০ হাজার দিরহাম জিতেছেন।</p> <p>অনলাইনে বিগ টিকিটের ওয়েবসাইট থেকে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরে কাউন্টার থেকে টিকিট পাওয়া যাচ্ছে। ২৫ মিলিয়ন দিরহাম জেতার জন্য গ্র্যান্ড ড্র হবে ৩ ফেব্রুয়ারি। এ ছাড়া এই মাসজুড়ে প্রতি সপ্তাহে ১০ লাখ দিরহাম জেতার সুযোগ রয়েছে।</p>