লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে পঞ্চমবর্ষ পূর্তি উদযাপন করবে ১৭ই এপ্রিল

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে পঞ্চমবর্ষ পূর্তি উদযাপন করবে ১৭ই এপ্রিল
সংগৃহীত ছবি

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে সংগঠনের পঞ্চমবর্ষ পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ এপ্রিল বার্কিং এন্ড দেগেনহাম কাউন্সিল চেম্বারে এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় এমন ঘোষণা দেন সংগঠনের নেত্রীবৃন্দ।

এসেক্সের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ডেগেনহামের মেয়র কাউন্সিলর মঈন কাদেরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে'র পরিচালনা পরিষদের সদস্য, থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী’র সভাপতিত্বে ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক এন্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামুছুদ্দোহা, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম সরকার, শওকাত আলী বেনু, মোহাম্মদ রশীদ, লাবনী রেজা, আরিফুর রহমান, ফাতেহা পলি সহ অন্যান্যরা।

আলোচনাকালে বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত গণহত্যায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান। এছাড়াও অনুষ্ঠানে আগত অ্যালামনিরা সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার স্মৃতিচারণ করেন।  

অনুষ্ঠানে লন্ডন ও ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অ্যালামনিরা অংশ নেন।

ইফতার পার্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের সিনিয়র অ্যালামনিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ মজুমদার, তাসলিমা মীরা, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, ইউনূস শেখ, হালিম খাতুন, আনিসুর রহমান, শাফকাত হোসেন সাইয়েদ, ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়, রেহানা আক্তার, শায়লা শিমলা, আসাদ কিবরিয়া তানিন, রিয়াদ আসিফ আহম্মদ, আয়েশা আক্তার, সামসুন নাহার শোনিমা ও অন্যান্যরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সুইডেনের স্টকহোমে গণহত্যা দিবস পালিত

সাব্বির খান, স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি
সাব্বির খান, স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি
শেয়ার
সুইডেনের স্টকহোমে গণহত্যা দিবস পালিত

সুইডেনের স্টকহোমে ‘গণহত্যা দিবস-২০২৫’ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৫ মার্চ) যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এদিন বিকেলে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ছাড়াও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। এরপর গণহত্যা দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা ২৫ মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

বক্তারা তাদের আলোচনায় মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসে এক কালো অধ্যায়। 

বক্তারা বলেন, সেদিনের অতর্কিত হামলায় হত্যা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে বাঙালি জাতিকে সমূলে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, বাঙালি জাতি এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা।

আলোচনা শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের, বিশেষ করে এই দিনটিতে যারা শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্য

ইস্তাম্বুলে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইস্তাম্বুলে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন
সংগৃহীত ছবি

তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (বাসাত) প্রতিবছরের মতো এবারও রমজানে ‘বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৫’ আয়োজন করেছে। গত রবিবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি তুরস্কে বসবাসরত বাংলাদেশিদের মিলনমেলার এক বিশেষ উপলক্ষ হয়ে ওঠে। ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন শহরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ী, বিভিন্ন নামি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই আয়োজনে প্রায় তিন শতাধিক অতিথির মিলনমেলায় পরিণত হয়।

এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন প্রবীণ ইতিহাসবিদ ও শিক্ষাবিদ, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহমেত মাহফুজ সোইলেমেজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন তুরস্কের সরকারি স্কলারশিপ তত্ত্বাবধানকারী মন্ত্রণালয় (YTB)-এর ইস্তাম্বুল অফিসের প্রতিনিধি ওয়ুজহান তুনজায়, আন্তর্জাতিক ছাত্রসংগঠন ফেডারেশন (উদেফ), বাব-ই-আলেম আন্তর্জাতিক ছাত্রসংগঠন, তুর্কিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন (তুমেদ)-এর সভাপতি ও প্রতিনিধিবৃন্দ, তুরস্কের শীর্ষস্থানীয় সিভিল অর্গানাইজেশন তুর্কিয়ে ইয়্যুথ ফাউন্ডেশন (তুগভা), আনাদোলু ইয়্যুথ ফাউন্ডেশন, নতুন বিশ্ব ফাউন্ডেশন (YDV)-এর সভাপতি ও প্রতিনিধিরা।

আরো পড়ুন
মক্তবে শিশুকে যৌন নিপীড়ন, শিক্ষককে গণপিটুনি

মক্তবে শিশুকে যৌন নিপীড়ন, শিক্ষককে গণপিটুনি

 

এ ছাড়া উপস্থিত ছিলেন বাসাতের সাবেক সভাপতি এবং বর্তমানে আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুমিন। 

সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ তানভীর উদ্দিন জামালের তিলাওয়াতের পর মারমারা বিশ্ববিদ্যালয়ের মামুনুর রশিদ রেদোয়ানের পরিবেশিত ইসলামী সংগীত উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে ইফতার পরিবেশন করা হয়, যেখানে অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের আয়োজন ছিল। ইফতারের পূর্বে আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বাসাতের এই বার্ষিক উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সুন্দর, মনোমুগ্ধকর ও সুশৃঙ্খল এই ইফতার আয়োজনের জন্য অতিথিরা বাসাতের আয়োজক কমিটি ও সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাসাতের সভাপতি ওমর ফারুক হেলালী এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সাইয়্যেদ মাগফুর আহমদ।

মন্তব্য

নামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী জাহাঙ্গীর
জাহাঙ্গীর আলম।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি টাকা। ওই বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম।

সোমবার (৩ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

পেশায় জাহাঙ্গীর আলম জাহাজ নির্মাণশ্রমিক। ৪৪ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত।

সংবাদমাধ্যমটি বলছে, সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫ কোটি ৯৩ লাখ টাকা।

জাহাঙ্গীরের টিকেট নম্বর ছিল ১৩৪৪৬৮ এবং এটি তিনি গত ১১ ফেব্রুয়ারিতে কিনেছিলেন। গত তিন বছরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে দল বেঁধে বিগ টিকেট ড্র-তে অংশগ্রহণ করেছেন।

নামাজ পড়া শেষেই জাহাঙ্গীর লটারি জেতার খবর শোনেন। তিনি বলেন, “আমার ফোনে যখন কল আসে তখন আমি নামাজে ছিলাম।

যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে এই খবর জানায়। কিন্তু যা এই জয়টিকে সত্যিই বিশেষ কিছু করে তুলেছে তা হলো— এটি শুধু আমার নয়; এটি আরো ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।”

‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’ লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়। 

মন্তব্য

পর্তুগীজ ভাষা শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের ১৫৫ জনকে সার্টিফিকেট প্রদান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পর্তুগীজ ভাষা শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের ১৫৫ জনকে সার্টিফিকেট প্রদান

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের তত্ত্বাবধানে পর্তুগীজ ভাষা শিক্ষা কোর্সের প্রথম ব্যাচে ১৫৫ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন সহস্রাধিক ব্যক্তি। গত শুক্রবার বিকালে পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কার্যালয়ে সংগঠনের প্রেসিডেন্ট মো. জীবনের সভাপতিত্বে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আব্দুল আহাদ সালমান, ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন, এসেম্বলির মির মো. শাহরুজ্জামান, নির্বাহী পরিচালক পেদ্রো জর্জ পিরেস, পর্তুগিজ শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল, পর্তুগিজ ও বাংলাদেশি ব্যবসায়িক প্রতিনিধিরা।

সেক্রেটারি জেনারেল আবদুল আহাদ সালমান বলেন, পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স শুধু ব্যবসা বৃদ্ধি নয়, দুই দেশের সংস্কৃতি এবং মূল্যবোধের মেলবন্ধন তৈরির কাজ করছে।

আমাদের লক্ষ্য হলো— বাংলাদেশের উদ্যোক্তাদের পর্তুগালে নতুন বাজারে প্রবেশে সহায়তা করা এবং পর্তুগিজ বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করা। সহজ অভিবাসন আর কম সময়ে নাগরিকত্ব পাওয়ায় বিপুল বাংলাদেশি প্রতি বছর পর্তুগালে পাড়ি জমায়। 

সালমান বলেন, বৈধভাবে পাঁচ বছর বসবাস, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পর্তুগিজ ভাষা শিক্ষা সনদ থাকলে যে কেউই পর্তুগিজ নাগরিকত্বের আবেদন করতে পারেন। শুধুমাত্র নাগরিকত্ব নয় বরং একজন অভিবাসী হিসেবে কাজ বা ব্যবসা-বাণিজ্যের নানা প্রয়োজনে এই কোর্স বা সার্টিফিকেট গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, পর্তুগীজ ভাষা শিক্ষা কোর্সের প্রথম ব্যাচে ১৫৫ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। পর্তুগীজ ভাষা শিক্ষা কোর্স চলমান রয়েছে। 

বিশ্বের প্রায় ২৫ কোটি মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে এবং এটি বিশ্বের নবম বহুল প্রচলিত ভাষা। পর্তুগাল এবং ব্রাজিল ছাড়াও এঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভার্দে, গিনে বিসাও, সাও তোমসহ আরো বেশকিছু অঞ্চলে পর্তুগিজ ভাষা প্রচলিত।

তাই ভাষাটি জানা থাকলে বিশ্বের অনেক দেশ বা অঞ্চলে ভ্রমণ বা যোগাযোগে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ