<p>গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৮৮৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। আগের দিন আক্রান্ত হয় ৮৬৫ জন ও মৃত্যু হয় ছয়জনের। </p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৬৬ জন। এদের মধ্যে মারা গেছে ১২২ জন। </p> <p>দেশে প্রথম ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।</p> <p>এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিল এক লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।</p>