<p style="text-align:justify">আমাদের মধ্যে যাঁরা দীর্ঘমেয়াদি ব্যথায় ভুগছেন তাঁদের কষ্ট অনেক। কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ওষুধ সেবনে ব্যথা কমছে না। সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য রোগের ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং কিছু কিছু ক্ষেত্রে যান্ত্রিক পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের মধ্যে মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড অন্যতম।</p> <p style="text-align:justify">মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড কী এবং কেন? : মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড স্বাভাবিক আলট্রাসাউন্ড থেকে একটু ভিন্ন। মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড সচরাচর সব আলট্রাসাউন্ডের কেন্দ্রে ব্যবহার হয় না। এগুলো ব্যবহার করে যাঁরা অভ্যস্ত, বিশেষ করে পেইন ফিজিশিয়ান অথবা যাঁরা ইন্টারভেনশন করেন, তাঁরা নিজেদের কেন্দ্রে ব্যবহার করেন যেন রোগ নির্ণয় সহজ হয়। এটি মূলত আমাদের শরীরের মাংসপেশি লিগামেন্ট, জয়েন্ট ও স্নায়ুর সমস্যা চিহ্নিতকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।</p> <p style="text-align:justify">দীর্ঘমেয়াদি ব্যথায় মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ডের ভূমিকা : দীর্ঘমেয়াদি যেসব ব্যথা ওষুধে যাচ্ছে না। চিকিৎসকের সঙ্গে বারবার ফলোআপ করার পরেও ব্যথার উন্নতি হচ্ছে না। এসব ক্ষেত্রে বিভিন্ন রকম পরীক্ষা ভূমিকা রাখতে পারে। এর মধ্যে মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।</p> <p style="text-align:justify">সাধারণত আমাদের শরীরে দীর্ঘমেয়াদি ব্যথার জন্য মূল দায়ী মাংসপেশি, লিগামেন্ট, জয়েন্ট ও স্নায়ুর ইনজুরি। দীর্ঘমেয়াদি ব্যথা নিরাময় মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ইন্টারভেনশনে বা সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশনের মাধ্যমে ব্যথা নিরাময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।<br /> যাঁরা ব্যথা নিয়ে কাজ করছেন ও ইন্টারভেনশন করছেন, তাঁরা এই মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ডের ওপরে প্রশিক্ষণ নেন অনেকেই। রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিকভাবে এই মাস্কুলোস্কেলিটাল আলট্রাসাউন্ড ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে।</p> <p style="text-align:justify">পরামর্শ দিয়েছেন</p> <p style="text-align:justify">ডা. মোহাম্মদ আহাদ হোসেন</p> <p style="text-align:justify">কনসালট্যান্ট ও ব্যথা বিশেষজ্ঞ</p> <p style="text-align:justify">বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফরিদপুর</p>