<p style="text-align:justify">জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল (ওসিপি) খুব জনপ্রিয়। আবিষ্কারের পর যুগ যুগ ধরে মেয়েদের কাছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বেশ জনপ্রিয়। ওসিপিতে দুই ধরনের হরমোন থাকে—ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যর্থতার হার খুব কম। ওসিপির অনেক সুবিধা থাকলেও কিছু কিছু অসুবিধা আছে।</p> <p style="text-align:justify">জন্ম নিয়ন্ত্রণ বড়ি ধমনিতে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে। মেয়েদের ইস্ট্রোজেন হরমোন থাকার ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কম হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হজের তিন প্যাকেজ প্রত্যাখ্যান করল হাব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730865251-cd2a58397bff51789e883f5867f65d0c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হজের তিন প্যাকেজ প্রত্যাখ্যান করল হাব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443363" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ওরাল কন্ট্রাসেপটিভ কত দিন খেলে বা কোন ধরনের পিল ব্যবহারে স্ট্রোক হয় তা এখনো পুরোপুরিভাবে জানা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বর্তমানে অনেক গবেষণা হচ্ছে। বর্তমানে এক গবেষণায় দেখা গেছে, জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণ করলে ধমনির ভেতর রক্ত জমাট বাঁধে না। ফলে স্ট্রোকের তেমন ঝুঁকি নেই। প্রজেস্টেরন জাতীয় ওসিপি পিল গ্রহণ করলে ঝুঁকি থাকে না। ইস্ট্রোজেন যদি উঁচুমাত্রার থাকে তখন কিন্তু আবার ঝুঁকি বাড়ে।</p> <p style="text-align:justify">উচ্চমাত্রা এবং নিম্নমাত্রার ইস্ট্রোজেন জাতীয় জন্ম নিয়ন্ত্রণ বড়ি থাকে। নিম্নমাত্রার ইস্ট্রোজেন বড়ি নিরাপদ। গবেষণায় দেখা গেছে, নিম্নমাত্রার (৫০ মাইক্রোগ্রামের কম) বড়ি বেশ নিরাপদ। এর ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ট্রোকের লক্ষণ বুঝবেন যেভাবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730519467-ed17b050050613284658c488f50e5ca1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ট্রোকের লক্ষণ বুঝবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2024/11/02/1441804" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সুতরাং যারা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে চিন্তায় আছেন, তাঁদের ক্ষেত্রে নিম্নমাত্রার ইস্ট্রোজেন পিল গ্রহণ করা উচিত। তাতে স্ট্রোকের তেমন ঝুঁকি থাকে না। তবে গ্রহণকারী যদি স্থূল হন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে, রক্তে চর্বি বেশি থাকে এবং মাইগ্রেনের সমস্যা থাকে, তবে ওসিপি গ্রহণ করার ক্ষেত্রে সাবধান হওয়া উচিত। তাদের ক্ষেত্রে অন্য কোনো উপায় গ্রহণ করা উচিত। স্বল্পমাত্রার ইস্ট্রোজেন বড়ি অনেক নিরাপদ। শরীরের সঙ্গে সহজেই মানিয়ে যায়। পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম। তাই স্বল্পমাত্রার ইস্ট্রোজেন বড়ি গ্রহণ করা উচিত। আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণ করেন, তবে অবশ্যই চিকিৎসকের কাছে জেনে নেবেন তা উঁচু না নিচুমাত্রার। এ বিষয়ে সচেতনতা দরকার। না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে।</p> <p style="text-align:justify"><strong>পরামর্শ দিয়েছেন</strong></p> <p style="text-align:justify">ডা. মো. ফজলুল কবির পাভেল</p> <p style="text-align:justify">মেডিক্যাল অফিসার. মেডিসিন বিভাগ</p> <p style="text-align:justify">রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল</p>