<p style="text-align:justify">গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন, ঢাকা বিভাগে ২৪৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন রয়েছেন।</p> <p style="text-align:justify">গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৭২ হাজার ৫৯৫ জন রোগী। ১৪ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১২৭ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।</p>