<p>বাংলাদেশে অর্থপেডিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে প্রথমবারের মতো সম্পন্ন হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। বাংলাদেশ অর্থোপ্লাস্টি সোসাইটি (বিএএস) আয়োজিত এই সম্মেলনে হাড়ের জয়েন্ট প্রতিস্থাপন এবং অর্থোপেডিক চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তি নিয়ে অনেকগুলো ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত হয়। যাতে বাংলাদেশের তিন শ’রও অধিক চিকিৎসক অংশ নিয়েছিলেন।</p> <p>এর আগে গত শুক্রবার বাংলাদেশ অর্থোপ্লাস্টি সোসাইটির সভাপতি, ল্যাবএইডের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমজাদ হোসেনের সভাপতিত্বে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ।</p> <p>অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থোপ্লাস্টি সোসাইটির মহাসচিব ডা. এম আলীসহ দেশের বিশিষ্ট অর্থপেডিক সার্জনগণ।</p> <p>প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে অস্ট্রেলিয়া থেকে প্রফেসর রামি সোরিয়াল, যুক্তরাজ্য থেকে ড. ফাহাদ সিদ্দিক, সিঙ্গাপুরের প্রফেসর ড্যারেন টে, প্রফেসর ড্যানি লাই এবং শ্রীলঙ্কার প্রফেসর স্বর্ণকুমারের মতো আন্তর্জাতিক ফ্যাকাল্টিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ দিন ডিনার শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।</p> <p>বাংলাদেশ অর্থোপ্লাস্টি সোসাইটির সভাপতি অধ্যাপক এম আমজাদ হোসেন বলেন, আমাদের দেশে অর্থোপ্লাস্টি চিকিৎসার মান এখন অনেক উন্নত। হাড় এবং জয়েন্টের বিভিন্ন চিকিৎসায় এখন আর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। ফলে রোগী এবং তার পরিবার অধিক আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে। </p> <p>সোসাইটির মহাসচিব ডা. এম আলী বলেন, আশা করা যায়, এ ধরনের আন্তর্জাতিক মানের সম্মেলনের ফলে বাংলাদেশে আর্থ্রোপ্লাস্টি চিকিৎসার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দেশের আর্থ্রোপ্লাস্টি চিকিৎসায় আরো উচ্চ পর্যায়ের দক্ষ টিমও তৈরি হবে। প্রথম বারের মতো এই সম্মেলন সফল হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।</p>