<p>কোভিড-১৯ মোকাবিলায় এমআরএনএ প্রযুক্তি দারুণ সাফল্য অর্জন করেছিল। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে সংক্রমণ থেকে বাঁচিয়েছে। এবার সেই একই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ক্যানসার প্রতিষেধক তৈরিতে। মডার্নার বিজ্ঞানীরা সম্প্রতি এই প্রযুক্তির মাধ্যমে নতুন প্রতিষেধক 'এমআরএনএ-৪৩৫৯' তৈরি করেছেন। সেটা পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। আশার আলো দেখা গিয়েছে—এই প্রতিষেধক ক্যানসার রোগীর শরীরে টিউমারের বৃদ্ধি থামাতে সক্ষম হয়েছে।</p> <p>ক্যানসারের প্রতিষেধক সাধারণ প্রতিষেধকের মতো নয়, যা রোগ প্রতিরোধে আগে থেকেই প্রয়োগ করা হয়। এটি মূলত তখনই প্রয়োগ করা হয় যখন শরীরে টিউমারের উপস্থিতি ধরা পড়ে। এর কাজ হলো টিউমার কোষের বৃদ্ধি এবং বিভাজন থামিয়ে দেওয়া, যাতে ক্যানসার শরীরে ছড়িয়ে না পড়ে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যান্সার প্রতিরোধে স্যামন মাছ—কী বলছে নতুন গবেষণা?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1726999937-a61f29be76a7b23c9e56c167c5cc74e6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যান্সার প্রতিরোধে স্যামন মাছ—কী বলছে নতুন গবেষণা?</p> </div> </div> </div> </div> </div> <p>মডার্নার এমআরএনএ প্রযুক্তিতে তৈরি এই প্রতিষেধক সুস্থ ও টিউমার কোষের মধ্যে পার্থক্য করতে সক্ষম। ফলে কেবলমাত্র ক্যানসার কোষকে ধ্বংস করা সম্ভব হয়। কেমোথেরাপির মতো পদ্ধতিতে সুস্থ কোষও নষ্ট হয়ে যায়, কিন্তু এই প্রতিষেধক যন্ত্রণাহীন ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন বলে দাবি করা হয়েছে। পরীক্ষার প্রথম পর্যায়ে আটজন ক্যানসার রোগীর শরীরে টিউমারের বৃদ্ধি থেমে গিয়েছে এবং কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।</p> <p>যদিও এটি একটি বিপ্লবী আবিষ্কার হতে পারে, তবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, ক্যানসার নির্মূলের পর এটি আবার ফিরে আসবে কিনা। এছাড়া এর খরচসাপেক্ষতা সম্পর্কেও এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডাবের পানি কি কিডনির জন্য ক্ষতিকর?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1726995719-0397c36b07d496f6daffd1770e8b7580.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডাবের পানি কি কিডনির জন্য ক্ষতিকর?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/22/1427801" target="_blank"> </a></div> </div> <p>তবুও এই প্রতিষেধক ক্যানসার চিকিৎসায় একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে এবং চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যতের জন্য বড় আশার আলো দেখাচ্ছে।</p> <p>সূত্র: মর্ডনা<br />  </p>