<p>সম্প্রতি পৃথিবীর কাছে একটি অদ্ভুত আকৃতির গ্রহাণু ধরা পড়েছে রাডারে। এই গ্রহাণুটির আকৃতি দেখে বিজ্ঞানীরা অবাক হয়েছেন। কারণ এটি দেখতে অনেকটা তুষারমানবের মতো। গ্রহাণুটির নামকরণ করা হয়েছে 2024 ON এবং এটি পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছে। এই ধরনের আকৃতির গ্রহাণু খুবই বিরল এবং বিজ্ঞানীদের কাছে এটি নতুন গবেষণার সুযোগ সৃষ্টি করেছে।</p> <p>2024 ON গ্রহাণুটিকে মহাকাশ পর্যবেক্ষণকারী বিশেষ রাডার প্রযুক্তির মাধ্যমে ধরা হয়েছে। রাডার ইমেজ এমন একটি প্রযুক্তি, যা মহাকাশে অবস্থিত বস্তু থেকে প্রতিফলিত সিগন্যাল ধরে তা বিশ্লেষণ করে। এই প্রযুক্তির সাহায্যে মহাকাশে অবস্থিত গ্রহাণু, ধূমকেতু এবং অন্যান্য বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাকাশের আদর্শ বাতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/25/1727270210-b143c0401ee9bac99888742b0165d852.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাকাশের আদর্শ বাতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/25/1428858" target="_blank"> </a></div> </div> <p>গ্রহাণুটির আকৃতি তুষারমানবের মতো দেখানোর কারণ এটি সম্ভবত কয়েকটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ গোলাকার। বিজ্ঞানীরা ধারণা করছেন, এটি হয়তো একসময় বড় কোনো বস্তু ছিল। পরে মহাকাশের অন্য কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে এমন আকৃতি ধারণ করেছে। মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ এবং এর চরম পরিস্থিতি গ্রহাণুগুলিকে বিভিন্ন অদ্ভুত আকারে রূপান্তর করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চন্দ্রপৃষ্ঠের নমুনা বিশ্লেষণ করল চীন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727088471-637b59576d84d264dfc8433e4838b259.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চন্দ্রপৃষ্ঠের নমুনা বিশ্লেষণ করল চীন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/23/1428166" target="_blank"> </a></div> </div> <p>2024 ON গ্রহাণুটির আকার এবং ঘূর্ণন গতিবিধি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে এটি ক্রমাগত ঘুরছে এবং একে অপরের সঙ্গে যুক্ত কয়েকটি অংশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর খুব কাছে এলেও কোনো ধরনের বিপদের কারণ হবে না। এই গ্রহাণুটির ব্যাস কিছু কিলোমিটার হতে পারে, যা এ ধরনের গ্রহাণুর জন্য স্বাভাবিক।</p> <p>এই ধরনের গ্রহাণু মহাকাশ বিজ্ঞানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলির গঠন এবং রসায়ন মহাকাশের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। বিশেষত, এই তুষারমানব আকৃতির গ্রহাণুটি ভাঙন এবং সংঘর্ষের ঘটনা সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। এটি মহাকাশে বস্তুগুলির গঠন প্রক্রিয়া এবং তাদের পরিবেশের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করে তা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে।</p> <p>বিজ্ঞানীরা এখন এই গ্রহাণুটির আরো বিস্তারিত পর্যবেক্ষণ করবেন। তাদের লক্ষ্য থাকবে এর গঠন এবং উপাদান সম্পর্কে আরো গভীর তথ্য সংগ্রহ করা। মহাকাশে এই ধরনের গ্রহাণু কিভাবে তৈরি হয় এবং তারা কী ধরনের পদার্থ বহন করে তা বোঝা মহাকাশ অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ ধাপ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যান্সার প্রতিরোধে স্যামন মাছ—কী বলছে নতুন গবেষণা?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1726999937-a61f29be76a7b23c9e56c167c5cc74e6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যান্সার প্রতিরোধে স্যামন মাছ—কী বলছে নতুন গবেষণা?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/22/1427816" target="_blank"> </a></div> </div> <p>২০২৪ ON নামের এই তুষারমানব আকৃতির গ্রহাণু মহাকাশ বিজ্ঞানের জন্য একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে। এর আকৃতি, গঠন এবং ঘূর্ণন মহাকাশের অজানা রহস্য উন্মোচনে সহায়তা করতে পারে। বিজ্ঞানীরা এই গ্রহাণু নিয়ে আরো গভীর গবেষণা চালিয়ে যেতে আগ্রহী এবং এটি মহাকাশের আরো অনেক অজানা দিক সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছে।<br /> সূত্র : নাসা</p>