<p>সাপ গুপ্তধন পাহারা দেয়—এমন বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। কেউ কেউ দেখেছেন বলেও দাবি করেন। আসলেই কি তা-ই?</p> <p>এর পেছনে ভূমিকা আছে এদেশে প্রচলিত লোককাহিনি ও পুরাণগুলোর। এ ধরনের অনেক গল্পেই দেখা যায়, প্রাচীনকালে রাজা-বাদশাহরা সম্পদ লুকিয়ে রাখছেন মাটির নিচে, কলসে বা হাঁড়িতে। আর সে সব সম্পদ পাহারায় নিয়োগ করা হচ্ছে সাপেদের। কোনো কোনো গল্পে দেখা যায়, এসব সাপ খুব সাধারণ। আবার কোনো কোনো গল্পে এই সাপেদের উপস্থাপন করা হয় দেবতারূপে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি প্রতিশোধ নেয়? বিজ্ঞান কি বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726904715-0a02b64ba8de9f14317ee46b3aaa448b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি প্রতিশোধ নেয়? বিজ্ঞান কি বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/21/1427483" target="_blank"> </a></div> </div> <p>এই যে সাপ নিয়ে মিথ, এর কি আদৌ সতত্যা আছে?</p> <p>অনেকেই দাবি করেন, গুপ্তধনের হাঁড়ি বা কলসের ভেতর সাপ থাকতে দেখেছেন। এই দাবির সত্যতা কতটুকু?<br /> গুপ্তধনের কাহিনিগুলো যতটা শোনা যায়, তার বেশিরভাগুই গালগল্প। তারপরও মাঝে মাঝে সত্যিকারের গুপ্তধনের সন্ধান মেলে। সত্যজিতের ফেলদুা কাহিনির একটা বিখ্যাত উপন্যাস হলো রয়েল বেঙ্গল রহস্য। এই কাহিনিতেও ফেলুদাকে গুপ্তসংকেত উদ্ধার করে গুপ্তধন উদ্ধার করতে দেখা যায়। বিশেষ করে এটা নিয়ে বানানো সিনেমাতে। সেখানে দেখা যায়, উদ্ধার করা গুপ্তধনের কলস থেকে বেরিয়ে আসছে একটা সাপ।</p> <p>এটা কি আসলেই সম্ভব?</p> <p>উত্তর হচ্ছে, হ্যাঁ। তবে এটাও মনে রাখতে হবে গুপ্তধনের মাহত্ম্য বোঝার ক্ষমতা সাপের নেই। তাছাড়া শত শত বছর আগে রাজা-বাদশাহর নিয়োগ করা সাপের পক্ষে এতদিন বেঁচে থাকা কি সম্ভব? পৃথিবীর বিভিন্ন সাপেদের গড় আয়ু দই থেকে আট বছর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি মানুষকে তাড়া করে কামড়ায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/17/1726559293-af42203ff21973f5d49662b8e7d7fa95.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি মানুষকে তাড়া করে কামড়ায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/17/1426218" target="_blank"> </a></div> </div> <p>কিন্তু সাপ কেন গুপ্তধনের হাঁড়ি বা কলসের ভেতর থাকে? এটা খুব সাধারণ ব্যাপার। সেটা জানতে হলে বুঝতে হবে সাপ আসলে কোথায় আশ্রয় নেয়।</p> <p>সাপ শীতল রক্তের প্রাণী। অতিরিক্ত রোদ বা গরম জায়গায় এরা থাকতে পারে না। তাই সাপ আসলে জঞ্জালের স্তূপের নিচে কিংবা মাটির নিচে গর্তে কিংবা পড়ো বাড়ির দেওয়ালের ফাটলে বসবাস করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের মাথায় কি মণি থাকে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/18/1726655343-5bfe7e43d59ee5c30de376606f06e499.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের মাথায় কি মণি থাকে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/18/1426585" target="_blank"> </a></div> </div> <p>সাপ নিজে মাটি খুঁড়তে পারে না। তাই সাপকে নিজের অবাসস্থলের জন্য অন্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয়। এমনকী বহুদিন অব্যবহৃত কোনো তৈজসপত্রের ভেতরও সাপ আস্তানা গাঁড়তে পারে। তা-না পেলে ইঁদুর বা অন্যকোনো গর্তবাসী প্রাণীদের মেরে তাদের গর্ত দখল করে।</p> <p>আগেকার রাজা-বাদশাহরা মাটির নিচে, কিংবা দেওয়ালের ভেতর গর্ত করে ধন-সম্পদ লুকিয়ে রাখতেন। কালের বিবর্তনে ইঁদুর বা অন্য গর্তবাসী প্রাণীরা গর্ত করতে করতে সেখানে পৌঁছে যায়। আর ইঁদুরের পিছু নিয়ে সেখানে পৌঁছে যায় সাপও। তারপর চমৎকার একটা থাকার জায়গা দেখে, সেই কলস বা হাঁড়ির ভেতরেই স্থায়ীভাবে বসবাস শুরু করে সাপ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাউডগা সাপ কি উড়ে উড়ে কামড়ায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727091550-120b1a772994a9234f2ba454ee171505.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাউডগা সাপ কি উড়ে উড়ে কামড়ায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/23/1428180" target="_blank"> </a></div> </div> <p>সাপ বসবাসকালে যদি গুপ্তধন আবিষ্কার হয়, সাধারণ মানুষ কী ভাববে বলুন তো?</p> <p>যেহেতু, অজস্র মিথ চালু আছে সেটা নিয়ে। সেগুলোকে তখন সত্যি মনে হবে তাদের।</p> <p>সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি</p>