<p>চাঁদের আলোয় যখন আমরা বাইরে কিছু দেখি, তখন সবকিছু সাদাকালো মনে হয়। এটি একটি প্রাকৃতিক ঘটনা, এবং এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। চাঁদের আলো আসলে সূর্যের আলোই, তবে এটি অনেক দুর্বল। চাঁদের আলোয় বস্তুর রঙ কেন ঠিকমতো বোঝা যায় না, তা সহজভাবে ব্যাখ্যা করা যাক।</p> <p>আমরা কোনো বস্তু রঙিন দেখি, কারণ সূর্যের আলোতে নানা রঙের তরঙ্গদৈর্ঘ্য থাকে। এই আলো বস্তুতে পড়ে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হওয়া আলো চোখে এসে পৌঁছায়। বস্তুটি যে রঙের প্রতিফলন করে, সেটাই আমরা দেখি। উদাহরণস্বরূপ, সবুজ ঘাস সূর্যের সবুজ রঙের আলো বেশি প্রতিফলিত করে বলে আমরা তাকে সবুজ দেখি।<br /> চাঁদের আলো আসলে সূর্যের আলো। সেটা চাঁদের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে আসে। তবে চাঁদের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হওয়ার কারণে এই আলো অনেক দুর্বল হয়। এই দুর্বল আলো নির্দিষ্ট রঙের প্রতিফল ঘটানোর মতো যথেষ্ট শক্তিশালী নয়, যেমনটা বেলায় সূর্যের শক্তিশালী আলোক রশ্মি করতে পারে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদ কেন আমাদের সঙ্গে চলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727521509-5e13a2f4d8b06de66e213d5ac2de65a7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদ কেন আমাদের সঙ্গে চলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/28/1429777" target="_blank"> </a></div> </div> <p>আমাদের চোখে দুটি বিশেষ ধরনের কোষ আছে — রড কোষ এবং কোন কোষ। রড কোষগুলো কম আলোতে কাজ করে এবং সাদাকালো জিনিস দেখতে সাহায্য করে। অন্যদিকে কোন কোষগুলো উজ্জ্বল আলোতে রঙের পার্থক্য বুঝতে সাহায্য করে। চাঁদের আলো দুর্বল আলোয় আমাদের চোখের রড কোষগুলোই বেশি সক্রিয় থাকে। ফলে আমরা চারপাশকে শুধু সাদাকালো দেখতে পাই এবং রঙ সঠিকভাবে ধরতে পারি না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদ যদি না থাকে পৃথিবীর কী হবে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726729770-c9f134526811be04c470a53c1ddf720a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদ যদি না থাকে পৃথিবীর কী হবে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/19/1426879" target="_blank"> </a></div> </div> <p>যেহেতু চাঁদের আলোতে কোনো বস্তুর প্রতিফলিত রঙ আমাদের চোখের কোন কোষগুলিকে সক্রিয় করার মতো যথেষ্ট শক্তিশালী নয়, তাই আমরা সেই বস্তুকে রঙিন দেখতে পারি না। চাঁদের আলো এতটাই মৃদু যে তা চোখের রড কোষকে ব্যবহার করে সাদাকালো ছবি তৈরি করে।</p> <p>আমাদের চোখের কোণ কোষগুলোকে সক্রিয় করতে হলে যথেষ্ট উজ্জ্বল আলো প্রয়োজন। যেমন দিনের বেলায় সূর্যের আলোতে আমরা সবকিছু রঙিন দেখি, কারণ সূর্যের আলোতে আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য থাকে, যা চোখের কোণ কোষ সক্রিয় করে তোলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি গুপ্তধন পাহারা দেয়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727514111-2a3254554aff6f7066838fcbcb1d1211.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি গুপ্তধন পাহারা দেয়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/28/1429750" target="_blank"> </a></div> </div> <p>রাতে যদি আপনি কৃত্রিম আলো যেমন বৈদ্যুতিক আলো বা টর্চ ব্যবহার করেন, তাহলে সেই আলোর তীব্রতা অনেক বেশি হয়। এই আলোর সাহায্যে আপনি চারপাশের জিনিসগুলোকে রঙিন দেখতে পারবেন। কারণ, এই আলোর তীব্রতা চোখের কোন কোষকে সক্রিয় করতে যথেষ্ট হয়। কিন্তু চাঁদের আলো সেটা পারে না।</p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস<br />  </p>