<p>ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের প্রাচীনতম এক গর্তে সফলভাবে অবতরণ করেছে। এই গর্তটি নেকটারিয়ান যুগের সময়কার, যা প্রায় ৩৮৫ কোটি বছর পুরনো। এর আগে চাঁদের এই অংশে কোনো অভিযান সফল হয়নি। ইসরোর ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা প্রজ্ঞান রোভারের ক্যামেরায় তোলা ছবি বিশ্লেষণ করে এই তথ্য জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদের আলোয় সব বস্তুই কেন সাদাকালো?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727592337-216546e31c9270b0448c2f0c7396ca99.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদের আলোয় সব বস্তুই কেন সাদাকালো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/29/1430072" target="_blank"> </a></div> </div> <p>২০২৩ সালের অগস্ট মাসে চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম পাখির পালকের মতো সাবধানে অবতরণ করে। এরপর ল্যান্ডার থেকে বের হয়ে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ঘুরে বেরিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠায়। প্রজ্ঞান রোভারের ক্যামেরায় তোলা ছবিগুলি চাঁদের বিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। গর্তটি প্রায় ১৬০ কিলোমিটার বিস্তৃত এবং অর্ধবৃত্তাকার আকৃতির। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দিগন্তরেখায় সূর্যকে বড় দেখায় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726920724-5a13fe4b68767ec0ac3e001aef5b22b9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দিগন্তরেখায় সূর্যকে বড় দেখায় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/21/1427535" target="_blank"> </a></div> </div> <p>বিজ্ঞানীরা চাঁদের এই অংশের অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছেন এবং এই অভিযানের মাধ্যমে চাঁদের প্রাচীন ইতিহাস সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাচ্ছে।</p> <p>সূত্র: ইসরো</p>