<p>স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ফোন কিন্তু একবার হাত থেকে পড়ে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। কেননা, ফোনের একটি ছোট দুর্ঘটনা বড় ক্ষতি করতে পারে। প্রশ্ন হচ্ছে, স্মার্টফোন পড়ে গেলে কেন নষ্ট হয়ে যায়? এর পেছনে কিছু প্রযুক্তিগত এবং যান্ত্রিক কারণ আছে যা সহজ ভাষায় ব্যাখ্যা করা যেতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনে পানি ঢুকলে নষ্ট হয় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728120628-2f7765234bc8cb21779aa4765402e2ca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনে পানি ঢুকলে নষ্ট হয় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/05/1432051" target="_blank"> </a></div> </div> <p>স্মার্টফোন খুবই সংবেদনশীল ইলেকট্রনিক ডিভাইস, যা বিভিন্ন জটিল অংশ নিয়ে তৈরি। ফোন হাত থেকে পড়ে গেলে আঘাত পায়। বিশেষ করে কংক্রিটের মেঝের ওপর পড়লে। এই আঘাতের কারণে ফোনের অভ্যন্তরে থাকা ক্ষুদ্র ও সংবেদনশীল যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যেতে পারে। </p> <p>ফোনের মাদারবোর্ডে অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে। এটাই ফোনের কাজ করার মূল ভিত্তি। আঘাতের ফলে মাদারবোর্ডের সংযোগে সমস্যা হতে পারে। ফলে ফোন চালু হতে পারে না বা ঠিকভাবে কাজ করে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলেকট্রনের অদ্ভুত লাফ : শেষ পর্ব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727863192-b228070f579c2b28304c5f41ec5a34ae.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলেকট্রনের অদ্ভুত লাফ : শেষ পর্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/02/1431072" target="_blank"> </a></div> </div> <p>হাত থেকে পড়ে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে। যেমন, সেটা ফেটে ফেটে যেতে পারে, কিংবা লিক হতে পারে। এতে ফোনের ফোনের স্থায়ী ক্ষতি করতে পারে।</p> <p>স্মার্টফোনের স্ক্রিন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ফোন হাত থেকে পড়ে গেলে স্ক্রিন ভেঙে যাওয়া একটি সাধারণ সমস্যা। যদিও স্ক্রিন গ্লাস তৈরি হয় বিশেষ উপাদান দিয়ে (যেমন গরিলা গ্লাস)। তবু আঘাতের ধরণ অনুযায়ী এটি ভেঙে যেতে পারে। ভাঙা স্ক্রিন যেমন দেখতে খারাপ, তেমনি ফোনের টাচ ফাংশন এবং ডিসপ্লেতে সমস্যা তৈরি করতে পারে।</p> <p>আধুনিক স্মার্টফোনে অনেক ধরনের সেন্সর থাকে, যেমন অ্যাক্সিলেরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি। ফোন পড়ে গেলে এই সেন্সরগুলো নষ্ট হয়ে যেতে পারে। ফলে ফোনের বিভিন্ন ফিচার যেমন অটো-রোটেশন বা কলের সময় স্ক্রিন বন্ধ হওয়া—ইত্যাদি কাজগুলো ঠিকভাবে করতে পারে না। ফোনের ক্যামেরাও একটি সংবেদনশীল অংশ। পড়ে গেলে ফোকাসের সমস্যা হতে পারে বা ছবির গুণগত মান কমে যেতে পারে। ক্যামেরার সেন্সরেও যদি আঘাত লাগে তাহলে ছবি তোলাই কঠিন হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের রাজ্য স্নেক আইল্যান্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728026623-0a3dda2ebe4c0cfa7c5b839f8ce92444.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের রাজ্য স্নেক আইল্যান্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/04/1431714" target="_blank"> </a></div> </div> <p>ফোন হাত থেকে পড়ে গেলে, ফোনের ভেতরে থাকা তার বা সার্কিট পড়ার সময় নড়ে পারে বা আলগা হয়ে যেতে পারে। ফলে ফোনের বিভিন্ন অংশ যেমন চার্জিং পোর্ট, সাউন্ড, বা স্পিকার ঠিকভাবে কাজ করতে পারে না। </p> <p>ফোন হাত থেকে যদি পানিতে পড়ে, সেক্ষত্রে ফোনকে আবার মেরামত করা কঠিন হয়ে পড়ে। ফোনের ভেতর পানি ঢুকে যেতে পারে পানি ইলেকট্রনিক ডিভাইসের সবচেয়ে বড় শত্রু। ফোনের ভেতরে পানি প্রবেশ করলে সার্কিট শর্ট হয়ে যেতে পারে। পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে আপনার শখের ফোনটি। আজকাল অবশ্য কিছু ওয়াটারপ্রু ফস্মার্টফোন বাজারে এসেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইকোপ্যাথির মিথ ও বাস্তবতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728030140-fb2ecb3809a45ad9f8602001d5e8d69d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইকোপ্যাথির মিথ ও বাস্তবতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/04/1431724" target="_blank"> </a></div> </div> <p>কিছু স্মার্টফোনে ফিজিক্যাল শক বা পড়ার সময় আঘাত কমানোর জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন শক-প্রুফ কেসিং বা গরিলা গ্লাস। তবুও এগুলো সবসময় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না। বিশেষ করে যদি ফোনটি যদি বেশি উচ্চতা থেকে বা খুব শক্ত কোনো জায়গায় পড়ে।</p> <p>বেশিরভাগ স্মার্টফোন প্লাস্টিক বা ধাতুর তৈরি হয়। আঘাত থেকে কিছুটা সুরক্ষা দেয়। কিন্তু আজকের আধুনিক স্মার্টফোনগুলো পাতলা এবং স্টাইলিশ। তাই সেগুলোর ভেতরের অংশগুলোও বেশ নাজুক। ফোন যত পাতলা হয়। ততই তা বেশি নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকে।</p> <p>সূত্র: পপুলার মেকানিকস</p>