<p>নাসার পার্সিভারেন্স রোভার আবারো বিস্মিত করেছে বিজ্ঞানীদের। সম্প্রতি এটি মঙ্গল গ্রহে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেছে। মঙ্গলের চাঁদ ফোবোস-এর ছবি তুলেছে। এটি অসাধারণ বৈজ্ঞানিক অর্জন বলে মনে করছেন বিজ্ঞানীরা।</p> <p>মঙ্গল গ্রহের দুটি ছোট চাঁদের মধ্যে ফোবোস একটি। এর আকৃতি অত্যন্ত অস্বাভাবিক। এটি মঙ্গলের খুব কাছাকাছি কক্ষপথে অবস্থান করে। এর ব্যাস মাত্র ২২.৪ কিলোমিটার। আমাদের চাঁদের তুলনায় অনেক একে শিশুই বলা চলে। অস্বাভাবিক আকৃতি এবং মঙ্গলের নিকট কক্ষপথে থাকার কারণে এটি দ্রুতই মঙ্গলকে প্রদক্ষিণ করে। ফলে ফোবসের কারণে মঙ্গলে যে সূর্যগ্রহণ খুবই সংক্ষিপ্ত এবং দৃষ্টিনন্দন। কারণ আকৃতি আমাদের চাঁদের মতো গোলাকার নয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্থান বলে কিছু নেই—পদার্থবিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729072601-901c70288d4892d9ab06670caa932a19.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্থান বলে কিছু নেই—পদার্থবিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/16/1435760" target="_blank"> </a></div> </div> <p>পার্সিভারেন্স রোভার গত ৩০ সেপ্টেম্বর সূর্যগ্রহণটি পর্যবেক্ষণ করে। ফোবোস যখন সূর্যের সামনে দিয়ে যায় তখন এই সূর্যগ্রহণ ঘটে। এটি পৃথিবীর সূর্যগ্রহণের মতো সূর্যকে ঢেকে দেয় না। ফোবোস সূর্যের কিছু অংশকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জেমস ওয়েব আবিষ্কার করেছে সবচেয়ে শীতল এক্সোপ্ল্যানেট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728976196-272df6c5e8b16f4cd6b8a632444060c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জেমস ওয়েব আবিষ্কার করেছে সবচেয়ে শীতল এক্সোপ্ল্যানেট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/15/1435342" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবী কেন ঘুরছে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728968875-c61c2049f35221e19871eac8849e47e0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবী কেন ঘুরছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/15/1435316" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>এই ধরনের সূর্যগ্রহণের পর্যবেক্ষণ মঙ্গলের চাঁদগুলির কক্ষপথ এবং তাদের গতিবিধি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেবে। বিজ্ঞানীরা আশা করছেন, এই তথ্যগুলো ফোবোস-এর ভবিষ্যত সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ধারণা করা, হয় ফোবোস ধীরে ধীরে মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যাচ্ছে এবং একদিন মঙ্গলের পৃষ্ঠে আঘাত হানতে পারে। এছাড়াও, সূর্যগ্রহণ পর্যবেক্ষণ চাঁদের ভূতাত্ত্বিকগঠন এবং সূর্যের পৃষ্ঠের বৈশিষ্ট্য সম্পর্কেও নতুন ধারণা দেবে বলে মনে করছেন, গবেষকেরা।</p> <p>সূত্র: নাসা ও স্পেস ডট কম<br />  </p>