<p>বাংলাদেশে কয়েক শ প্রজাতির সাপ আছে। এর মধ্যে কিছু বিষধর আবার কিছু নির্বিষ। কিছু সাপ খুব ছোট কিছু আবার ইয়া বড়। এখন বলুন দেখি, বাংলাদেশের সবচেয়ে বড় সাপ কোনটি?</p> <p>বোধ হয় উত্তরটা সবার জানা—অজগর। অজগর দেখতে যেমন বিশাল, তেমনি মোটা। অজগর নিয়ে অনেক মিথ আছে গ্রামগঞ্জে। অনেকে ঢেঁকিসাপও বলে। এটা পৃথিবীর অন্যতম বড় সাপ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729404195-1fe91f25d6eb93b7571adfddbf37542d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/20/1437077" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাজার কেজির মিষ্টিকুমড়া!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729338621-fda162afe27d111aef3ced066e4fc877.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাজার কেজির মিষ্টিকুমড়া!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/19/1436810" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>মানুষের ধারণা, অজগর মানুষ দেখলেই ধরে গিলে ফেলে। আসলে ব্যাপারটা তেমন নয়। অজগরের কিছু ইন্দোনেশিয়ান প্রজাতি ভুল করে মানুষ খেয়ে ফেলে—মাঝে মাঝে এ খবর মিডিয়া আসে বটে। কিন্তু বাংলাদেশে অজগরের মানুষ খাওয়ার ইতিহাস বিরল। অজগর খুব শান্ত প্রাণী। </p> <p>বাংলাদেশে দুই ধরনের অজগর আছে। এর একটির নাম ময়াল বা দেশীয় অজগর। একে ভারতীয় অজগরও বলে, ইংরেজি নাম রক পাইথন। অন্যটির নাম গোলবাহার বা বার্মিজ পাইথন। তবে এটা ভারতীয় অজগরের একটি উপপ্রজাতি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে বদমেজাজি মাছ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729318939-3bf22bd8cf84b2f7b1465c7108bd4e97.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে বদমেজাজি মাছ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/19/1436743" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের কি কান আছে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/01/1727792124-af42203ff21973f5d49662b8e7d7fa95.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের কি কান আছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/01/1430820" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>অজগরের দৈর্ঘ্য ১০ থেকে ১৬ ফুট পর্যন্ত হয়। এদের ওজন আকৃতিভেদে ৫০-১০০ কেজি হতে পারে। <br /> বাংলাদেশের সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে অজগর বেশি দেখা যায়। বনাঞ্চল, ম্যানগ্রোভ এবং জলাভূমি এই সাপের জন্য আদর্শ আবাসস্থল। এরা জলে ও স্থলে সমানভাবে বিচরণ করে। এমনকি গাছে চড়তেও এরা সমান পারদর্শী। </p> <p>এরা সাধারণত ছোট থেকে মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী, পাখি, ইঁদুর এবং কখনো কখনো অন্য সরীসৃপ খায়। অজগর শিকারের জন্য সাধারণত লুকিয়ে থাকে এবং হঠাৎ আক্রমণ করে। অজগর শিকারকে তার শক্তিশালী দেওহ পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর সেটাকে আস্ত গিলে খায়। একবার শিকারের পর দীর্ঘদিন এদের আর খাবারের প্রয়োজন হয় না।  </p> <p>প্রজনন মৌসুমে স্ত্রী অজগর ২০ থেকে ১০০টি ডিম পাড়তে পারে। ডিম থেকে বাচ্চা ফোটাতে প্রায় ২ থেকে ৩ মাস সময় লাগে। এই সময়কালে মা অজগর ডিমগুলোর ওপর বসে তা দেয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে সাপ শত্রুর চোখে বিষ ছুড়ে মারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729161454-d65104bb41f737a02733e21ec11a2636.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে সাপ শত্রুর চোখে বিষ ছুড়ে মারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/17/1436127" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি প্রতিশোধ নেয়? বিজ্ঞান কি বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726904715-0a02b64ba8de9f14317ee46b3aaa448b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি প্রতিশোধ নেয়? বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/21/1427483" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>অজগর মানুষের জন্য বিপজ্জনক নয়। এরা আক্রমণাত্মকও নয়। খুব বেশি বিপদে না পড়লে, পেটে ক্ষুধা না থাকলে অন্য প্রাণীদের ঘাটায় না। তবে বড় আকারের অজগর মাঝে মাঝে গবাদি পশু শিকার করে। তাই মানুষ অজগর দেখলেই পিটিয়ে মেরে ফেলে। এ প্রবণতা বন্ধ করা উচিত। কারণ জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অজগর টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিসিলির আতঙ্ক রেড ফায়ার অ্যান্ট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729066638-88655311695795b5a4192903668ac0c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিসিলির আতঙ্ক রেড ফায়ার অ্যান্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/16/1435737" target="_blank"> </a></div> </div> <p>বাংলাদেশে অজগর সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কারণ এদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। বন উজাড়, আবাসস্থলের সংকট এবং শিকারিদের কারণে অজগর আজ বিপন্ন। বাংলাদেশের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো অজগরের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং এদের সংখ্যা পুনরুদ্ধারের জন্য কাজ করছে।</p> <p>সূত্র : আইইউসিএন</p>