<p>ইন্টারনেট গোটা বিশ্বকে আক্ষরিক অর্থেই হাতের মুঠোয় এনে দিয়েছে। স্মার্টফোন হয়ে উঠেছে ইন্টারনেট যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করা যায় ব্রডব্যান্ড ওয়াইফাইফের মাধ্যমে। কিন্তু রাস্তাঘাটে চলতি পথে ওয়াইফাই কোথায় পাবেন? তাই মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে ডেটা কিনে ইন্টারনেট চালাতে হয়। ব্রডব্যান্ডের চেয়ে অপারেটরের ডেটার দাম অনেক বেশি। আবার আনলিমিডিটেড ব্যবহারেরও উপায় নেই। তাই মাসে বেশ বড়সড় অংকের ইন্টারনেট চার্জ গুণতে হয়। </p> <p>কিন্তু আমাদের ভুলেই অনেক বেশি ডেটা খরচ হয় মোবাইল ফোনে। চাইলেই আমরা সেটা কমিয়ে আনতে পারি। এজন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে নষ্ট হয় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728206691-f2519382f264e24b8372a3bafb1e6d70.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে নষ্ট হয় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/06/1432374" target="_blank"> </a></div> </div> <p><strong>ব্যাকগ্রাউন্ডে অ্যাপ বন্ধ রাখুন</strong><br /> অনেক সময় আমরা ফোনে যেসব অ্যাপ ব্যবহার করি, সেগুলো ব্যাকগ্রাউন্ডে সচল থাকে। এতে ফোনের ইন্টারনেট কানেকশন চালু থাকলেই ওই অ্যাপগুলো ডেটা খরচ করে। তাই মোবাইল ডেটা সাশ্রয় করতে চাইলে প্রথমে ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো বন্ধ করতে হবে। সেটিংসে গিয়ে ‘কানেকশনস’ অপশনে ঢুকে ‘ডেটা ইউজেস’ সেকশনে গিয়ে ‘ডেটা সেভিংস মোড’ চালু করুন। এতে ব্যাকগ্রাউন্ড ডেটা খরচ কমে যাবে।</p> <p>বিকল্প আরেকটা পদ্ধতি আছে আবার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ খোলা থাকছে কিনা সেদিকেও খেয়াল করুন। খোলা থাকলে সেগুলো ক্লোজ করে দিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনে পানি ঢুকলে নষ্ট হয় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728120628-2f7765234bc8cb21779aa4765402e2ca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনে পানি ঢুকলে নষ্ট হয় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/05/1432051" target="_blank"> </a></div> </div> <p><strong>অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা</strong><br /> বহু অ্যাপ এমন রয়েছে, যা তুলনামূলকভাবে বেশি ডেটা খরচ করে, বিশেষ করে গেমস ও বিজ্ঞাপন যুক্ত অ্যাপগুলো। যদি সেসব অ্যাপ নিয়মিত ব্যবহার না করেন, তবে এগুলো স্মার্টফোন থেকে মুছে ফেলাই ভালো। এতে ইন্টারনেট খরচ অনেক কমে যাবে।</p> <p><strong>অ্যাপ আপডেটে মোবাইল ডেটা নয়</strong><br /> অ্যাপগুলোর অটো আপডেট ডেটা খরচের একটি বড় কারণ। তাই এই অপশনটি বন্ধ করে রাখতে হবে এবং অ্যাপ হালনাগাদ করার সময় ওয়াই-ফাই ব্যবহার করা উচিত। এতে মোবাইল ডেটা সাশ্রয় হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা? জেনে নিন সমাধান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726735704-9a179e91587d6575f49544f8c46c629c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা? জেনে নিন সমাধান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/19/1426897" target="_blank"> </a></div> </div> <p><strong>বন্ধ রাখুন ওয়াই–ফাই অ্যাসিস্ট </strong><br /> যখন আপনার ওয়াই-ফাই সিগন্যাল দুর্বল হয়, ওয়াই-ফাই অ্যাসিস্ট মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেটের গতি বাড়ানোর চেষ্টা করে। এই ফিচারটি বন্ধ রাখতে পারলে অপ্রয়োজনে মোবাইল ডেটা খরচ হবে না।</p> <p><strong>মোবাইল ডেটা বন্ধ রাখুন</strong><br /> অপ্রয়োজনে মোবাইল ডেটা ব্যবহার করা বন্ধ করা উচিত। এছাড়া মোবাইল ডেটা ব্যবহারের একটি সীমা নির্ধারণ করে রাখলে অতিরিক্ত খরচ কমানো সম্ভব।</p> <p>এই সহজ কৌশলগুলো অনুসরণ করে আপনি আপনার স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন। <br />  </p>