<p>‘নিজেরে পোড়ায়ে ধূপ গন্ধ বিলায়…দীপের ব্যথা স্মরণ করো কোনো অবসরে..’ —গানের এ কথাতেই ধূপকাঠির মাহত্ম্য বোঝা যায়। ধূপের গন্ধ সুবাসিত—আরামদায়ক অনুভূতি দেয় মনে। তাই এর ক্ষতিকর নিয়ে দিক তেমন উচ্চবাচ্য হয় না। আসলে ধূপকে আপনি যতটা পবিত্র মনে করেন, মোটেও অতটা পবিত্র সেটা নয়। বরং আমাদের স্বাস্থ্যের জন্য ধূপ হুমকিস্বরূপ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডেঙ্গু প্রতিরোধের দশ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730278496-cf4455ea2e432669602b6d1d6fe03a8c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডেঙ্গু প্রতিরোধের দশ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/30/1440806" target="_blank"> </a></div> </div> <p>সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, ধূপের ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। যাদের হাঁপানি, শ্বাসকষ্ট বা অ্যালার্জির মতো সমস্যা রয়েছে, তাদের জন্য এই ধোঁয়া আরও বেশি বিপদজনক। আমেরিকান কলেজ অব অ্যালার্জি, অ্যাস্থমা অ্যান্ড ইমিউনোলজির এক গবেষণায় বলা হয়েছে, ধূপের ধোঁয়া শ্বাসকষ্ট, মাথাব্যথা, ত্বকের সমস্যা এবং অ্যালার্জি বাড়াতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফুসফুস ভালো রাখার ১০ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729597399-c97ae461e8c534eab7b934a53a189a80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফুসফুস ভালো রাখার ১০ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/22/1437935" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডেঙ্গু মশা কিভাবে চিনবেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730270354-e669be92c85c1efc156daa2f819f3f83.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডেঙ্গু মশা কিভাবে চিনবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/30/1440779" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>এক বৃদ্ধা নারীর উদাহরণ টানা হয়েছে ওই গবেষনা। বলা হয়েছে, তিনি প্রতিদিন ধূপ জ্বালাতেন। ধীরে ধীরে তার শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা বাড়তে থাকে। পরে তাকে ইলেকট্রিক ধূপ ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়, তখন সমস্যা কিছুটা কমে যায়।</p> <p>ধূপের ধোঁয়ায় কার্বন, সালফার, নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকর উপাদান থাকে। এগুলো শ্বাসনালীর ক্ষতি করে। সিগারেটের মতো, ধূপের ধোঁয়াও ঘরের আসবাবপত্র, জামাকাপড় ও অন্যান্য জিনিসে আটকে থাকে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে। বিশেষজ্ঞরা মনে করেন, ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে ধূপ ব্যবহার করা হলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।</p> <p>সূত্র: আমেরিকান কলেজ অব অ্যালার্জি, অ্যাস্থমা অ্যান্ড ইমিউনোলজির</p>