<p>বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে সবচেয়ে জনপ্রিয় নাম চ্যাটজিপিটি। সম্প্রতি চ্যাটজিপিটির নতুন সংস্করণ ChatGpt-4 এনেছে জায়ান্ট প্রযুক্তি কম্পানি OpenAI বা ওপেন এআই। এর মধ্যেই এটির ব্যবহার এবং কাজ নিয়ে নানা আলোচনার জন্ম নিয়েছে প্রযুক্তিপ্রেমীদের মাঝে। চ্যাটজিপিটি-৪-এর বিশেষত্ব হচ্ছে এটি ইমেজ বা ছবি জেনারেটসহ 3D- মডেল তৈরি করতে পারে। বর্তমানে চ্যাটজিপিটি-৩-এর সংস্করণটিও বেশ সাড়া ফেলেছে, তবে চ্যাটজিপিটি-৪-এর নজরকাড়া সংস্করণটি নিয়ে লোকজনের কৌতূহল বাড়বাড়ন্ত। </p> <p>চ্যাটজিপিটি-৩ এবং চ্যাটজিপিটি-৪ মূলত ইন্টারনেটের সবচেয়ে পরিচিত এবং আলোচিত ভাষা প্রসেসিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মডেল। চ্যাটজিপিটির কার্যক্রম শুরুর পরপরই বেশ কিছু স্কুল এটি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল। তবে মাইক্রোসফটসহ বেশ কিছু জায়ান্ট কম্পানি এটি ব্যবহার করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাকাশে পাড়ি দিলেন চীনের তিন তরুণ নভোচারী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730283596-1e01cf7d26af59a2a5ef45701492ba0c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাকাশে পাড়ি দিলেন চীনের তিন তরুণ নভোচারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/30/1440833" target="_blank"> </a></div> </div> <p>বর্তমানে চ্যাটজিপিটি প্রো নামে আরো একটি সংস্করণ এনেছে ওপেন এআই। তবে এই সংস্করণটি ব্যবহার করতে টাকা গুনতে হবে। এই পে-টু সংস্করণের বিশেষত্ব হচ্ছে এটি কাজ করবে দ্রুত, বেশ কিছু স্পেশাল এক্সেস এবং চ্যাটজিপিটি-৪-এর এক্সেসও পাওয়া যাবে। এর জন্য প্রতি মাসে ২০ মার্কিন ডলার গুনতে হবে ব্যবহারকারীকে।</p> <p>চ্যাটজিপিটির চালু হওয়ার পরপরই বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ, পরবর্তী সংস্করণগুলো মানবসৃষ্ট নীতি-নৈতিকতা মানবে কি না এবং ভবিষ্যতে মানুষের জন্য কোনো বিপদ ডেকে আনবে কি না। তবে ওপেন এআই এসব প্রশ্ন নিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর নীতি-নৈতিকতা এবং বাধ্যবাধকতা মেনেই কাজ করবে এবং এর প্রগ্রাম করা হয়েছে এভাবেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অতিরিক্ত চার্জ কি ফোনের জন্য ক্ষতিকর?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730018833-2472a9cc70f22ef4a50bc0f63943bf67.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অতিরিক্ত চার্জ কি ফোনের জন্য ক্ষতিকর?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/27/1439698" target="_blank"> </a></div> </div> <p>চ্যাটজিপিটি-৩ (ChatGpt-3), চ্যাটজিপিটি-৪ (ChatGpt-4) এবং চ্যাটজিপিটি (ChatGpt) কী?</p> <p>Gpt (জিপিটি) হলো জেনারেটিভ প্রিট্রেইনড ট্রান্সফরমার। এর সংস্করণ ৩ এবং ৪ হলো অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। এই প্রগ্রামটি মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। পাশাপাশি ভাষা অনুবাদ, ভাষা মডেলিংসহ চ্যাটবটের মতো চ্যাট তৈরি করাসহ বিস্তৃত অ্যাপ্লিকেশনের সমন্বয়। বর্তমানে চ্যাটজিপিটি-৩-এর সংস্করণটি ১৭৫ বিলিয়ন প্যারামিটারসহ সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী ভাষা প্রক্রিয়াকরণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলগুলির একটি।</p> <p>চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলাম চ্যাটজিপিটি কী? উত্তরে এটি জানিয়েছে, ‘চ্যাটজিপিটি হলো একটি কম্পিউটার প্রগ্রাম, যা মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করতে সক্ষম। এটি বিভিন্ন প্ল্যাটফরম এবং ডিভাইসে ব্যবহৃত হতে পারে, যেমন স্মার্টফোন, কম্পিউটার এবং ওয়েব ব্রাউজার। এটি ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি ইন্টারফেস প্রদান করে এবং তাদের প্রশ্নের উত্তর দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পারমাণবিক শক্তি ব্যবহার করবে গুগল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730029343-712bbe6ffcb275215ab6a5eda13522f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পারমাণবিক শক্তি ব্যবহার করবে গুগল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/27/1439734" target="_blank"> </a></div> </div> <p>চ্যাটজিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সিস্টেম, যা হাই ল্যাঙ্গুয়েজ প্রোসেসিং এবং মেশিন লার্নিং ব্যবহার করে কাজ করে। এটিকে যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যায় এবং তার জন্য উত্তর পাওয়া যায়। চ্যাটজিপিটি অধিক বুদ্ধিমান হওয়ার পাশাপাশি অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এমন স্মার্ট ফিচার যেমন অটোকরেক্ট, যা ব্যবহারকারীদের অবহিত করে যখন একটি সমস্যা তৈরি হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোবাইল ফোন পানিতে পড়লে কী করবেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729579610-8bba30b94853ad3111864e076b88b3e1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোবাইল ফোন পানিতে পড়লে কী করবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/22/1437849" target="_blank"> </a></div> </div> <p>চ্যাটজিপিটি নিজেকে একজন ভাষা প্রক্রিয়াকরণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল হিসেবে বর্ণনা করেছে। সহজ ভাষায় এটি এমন একটি প্রগ্রাম, যা মানুষের ভাষা বুঝতে পারে এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। এর আই-কিউ লেভেল অনেক সাধারণ মানুষের চাইতে বেশি! </p> <p>সূত্র : ওপেন এআই</p>