<p>সাপের পা নেই, তবে তাদের পূর্বপুরুষদের ছিল। আসলে সাপের বিবর্তন এমনভাবে ঘটেছে যে তাদের পা ধীরে ধীরে হারিয়ে গেছে। কারণ তাদের বেঁচে থাকার এবং চলাচলের জন্য পরে আর পায়ের প্রয়োজন হয়নি। </p> <p>সাপের পূর্বপুরুষরা ছিল টেট্রাপড নামের চার পা বিশিষ্ট প্রাণী। এই প্রাণীগুলোর মধ্যে অনেক প্রজাতি ছিল, যারা ভূমিতে চলাফেরা করত। তাদের সবগুলোই চারটি পা ব্যবহার করত। কিন্তু টেট্রাপডের প্রজাতির কিছু সদস্য একসময় গর্তে বসবাস শুরু করল। ধীরে ধীরে এরা মাটির নিচে চলাফেরা ও শিকার করতে অভ্যস্ত হয়ে উঠল। ফলে তাদের পায়ের প্রয়োজনীয়তা কমে গেল। সময়ের সঙ্গে সঙ্গে, এই পরিবর্তনগুলো সাপের দেহে স্থায়ী হয়ে যায়। একসময় তাদের পায়ের অস্তিত্ব প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে ছোট সাপ কোনটি?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730290093-71efaa44323ee15e97db8efa586c4fba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে ছোট সাপ কোনটি?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/30/1440872" target="_blank"> </a></div> </div> <p>বর্তমানে কিছু সাপের দেহে পায়ের ক্ষুদ্রতম চিহ্ন বা অবশিষ্টাংশ (ভেস্টিজিয়াল লিম্ব) পাওয়া যায়। যেমন কিছু বোয়া এবং অজগর সাপের দেহে খুব ছোট্ট অঙ্গ বা ‘স্পার’ পাওয়া যায়। এগুলো আসলে তাদের পূর্বপুরুষদের পায়ের অবশিষ্টাংশ। এই স্পারগুলো সাপের চলাচলে কোনো ভূমিকা রাখে না। বরং প্রজননের সময় পুরুষ সাপ এগুলো ব্যবহার করে। তবে এগুলো খুবই ক্ষুদ্র। বোয়া বা অজগর ছাড়া সাধারণ সাপের দেহে তা দেখা যায় না।</p> <figure class="image"><img alt="সাপের বিলুপ্ত পায়ের অবশিষ্টাংশ" height="396" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/31/my1182/Anal_spurs.jpg" width="600" /> <figcaption>সাপের বিলুপ্ত পায়ের অবশিষ্টাংশ</figcaption> </figure> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি উড়তে পারে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728210408-518253bc6397cfe7dedc4856046a4ed3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি উড়তে পারে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/06/1432391" target="_blank"> </a></div> </div> <p>সাপের দেহের গঠন এমনভাবে বিবর্তিত হয়েছে যাতে তারা লম্বা, সরু এবং মাটির সঙ্গে সম্পূর্ণ মিশে যেতে পারে। পা থাকলে গর্তে ঢোকা বা গাছ বেয়ে চলাফেরা করা কঠিন হয়ে যেত। সাপের বর্তমান লম্বা এবং স্লাইডিং দেহ খাদ্য সংগ্রহ, শিকার ধরা এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য বেশি উপযোগী।</p> <p>অর্থাৎ সাপের পা না থাকার কারণ বিবর্তনের ফলাফল। তারা যে বিশেষ ধরনের জীবনযাপন করে এবং যেভাবে চলাফেরা করে, তাতে পা থাকার প্রয়োজনীয়তা হারিয়ে গেছে। সাপের দেহ এমনভাবে অভিযোজিত হয়েছে, যাতে তাদের চলাচল পা ছাড়াও স্বাভাবিক এবং কার্যকর হয়।</p> <p>সূত্র : হাউ ইট ওয়ার্কস<br />  </p>