<p>কুকুরের প্রভুভক্তির রহস্য অনেক গভীর এবং ঐতিহাসিক। প্রাচীনকাল থেকে কুকুর এবং মানুষের সম্পর্ক নিবিড়ভাবে গড়ে উঠেছে। প্রায় ১৫,০০০ বছর আগে, মানুষ যখন কুকুরকে গৃহপালিত করতে শুরু করে, তখন থেকেই কুকুর মানুষকে সঙ্গী হিসেবে গ্রহণ করতে থাকে। এই দীর্ঘ সম্পর্ক কুকুরের মধ্যে প্রভুভক্তির একটি স্বভাব তৈরি করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730789189-d9ea5ac8f16e9d871ad2f8a60aa582aa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1442982" target="_blank"> </a></div> </div> <p>কুকুরের মস্তিষ্কে অক্সিটোসিন নামে একটি হরমোন নিঃসরণ হয়। সেটা ভালোবাসা এবং স্নেহের অনুভূতি জাগিয়ে তোলে। এই হরমোন মানুষের সঙ্গেও সম্পর্ক গড়ায় ভূমিকা রাখে। কুকুর যখন প্রভুর দিকে তাকায় বা প্রভু তাকে আদর করে, তখন তার শরীরে এই হরমোন বেড়ে যায়। এর প্রভাব তাকে প্রভুর প্রতি আরও অনুরক্ত করে তোলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাছের কি কান আছে? কিভাবে এরা শব্দ শোনে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730618184-1acf4290eec622f9a45985428b447385.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাছের কি কান আছে? কিভাবে এরা শব্দ শোনে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/03/1442214" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে, কুকুর খুবই সামাজিক প্রাণী। তাদের মধ্যে পরিবার এবং গোষ্ঠীর প্রতি একধরনের দায়িত্ববোধ থাকে। মানুষ কুকুরকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে, কুকুরও প্রভুকে তার গোষ্ঠীর সদস্য হিসেবে দেখে এবং সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। প্রভুর আদর, খাবার এবং আশ্রয় কুকুরের মনে কৃতজ্ঞতার অনুভূতি জাগায়। এই ব্যাপারগুলো তাকে আরও বেশি প্রভুভক্ত করে তোলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুকুরের লেজ সোজা হয় না কেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730703105-1e61fc7255e0a14bd17c34ec60338a5a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুকুরের লেজ সোজা হয় না কেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/04/1442595" target="_blank"> </a></div> </div> <p>তাছাড়া, কুকুরের শেখার ক্ষমতা বেশ ভালো। তারা সহজেই প্রভুর আচার-আচরণ এবং ইঙ্গিত বুঝতে পারে। এর ফলে, তারা প্রভুর আদেশ এবং ভালোবাসার প্রতি যথেষ্ট সাড়া দেয়। প্রভুভক্তির আরও একটি কারণ।</p> <p>সব মিলিয়ে, কুকুরের মস্তিষ্কে বিশেষ হরমোনের প্রভাব, সামাজিকতা, এবং মানুষের সাথে দীর্ঘ দিনের সম্পর্কের কারণে কুকুর অত প্রভুভক্ত হয়ে ওঠে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এটা কুকুরের আচরণে বিশেষ প্রভুভক্তি তৈরি করে।</p> <p>সূত্র: হাউ ইটস ওয়ার্কস<br />  </p>