<p>সাপ নিয়ে কুসংস্করের শেষ নেই। এমন একটি কুংসস্কার হলো সাপের ডিম নিয়ে। অনেকেই মনে মনে করেন দেয়া ডাকলে অর্থাৎ বজ্রপাতের শব্দে নাকি ডিম নষ্ট হয়ে যায়। মুরুব্বিরা তাই বজ্রপাতের সময় আশান্তি হতেন, সাপের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, সাপের উপদ্রব কমবে। </p> <p>এ বিষয়ে বিজ্ঞান কী বলছে?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কেন বিড়ালকে ছোবল দিতে পারে না?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730888327-6e29ddbcd92eb47557a7951c7b492625.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কেন বিড়ালকে ছোবল দিতে পারে না?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/06/1443459" target="_blank"> </a></div> </div> <p>সাপ ডিম পাড়ে এবং নির্দিষ্ট তাপমাত্রা ও পরিবেশে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। সাপের ডিমের খোলস বেশ নরম হয়। ফলে আর্দ্রতা ধরে রাখে এবং ভ্রূণের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। তাই ডিমের জন্য সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা দরকার।</p> <p>শধু সাপ নয়, প্রাণীদের ডিমের ওপরে শব্দের সরাসরি কোনো ক্ষতিকর প্রভাব থাকে না। বজ্রপাত অর্থাৎ দেয়া ডাকার শব্দে সাপের ডিমের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বেশিরভাগ ডিমই এ ধরনের হালকা শব্দ প্রতিরোধ করতে পারে।  <br /> আপনি হয়তো বলতে পারেন বজ্রপাতের শব্দ হালকা কী করে হয়, এটা অনেক শক্তিশালী শব্দ!</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আকাশে যদি আরেকটি চাঁদ থাকত, তাহলে কী হতো?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730878951-3e5bbb52797758aeeac91580d36ba116.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আকাশে যদি আরেকটি চাঁদ থাকত, তাহলে কী হতো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/06/1443415" target="_blank"> </a></div> </div> <p>সাপ সাধারণত ডিম পাড়ে এমন জায়গায় যেখানে কম শব্দ বা কম্পন হয়। যেমন মাটি গভীরে, ঝোপ, বা পাতার নিচে। এমন পরিবেশে ডিমগুলো নিরাপদে থাকে। পরিবেশগত হালকা কম্পনে কোনো ক্ষতি হয় না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুকুর কেন প্রভুভক্ত হয়, বিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730798814-21e387156b5d929d3b675e45cdf8c173.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুকুর কেন প্রভুভক্ত হয়, বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1443016" target="_blank"> </a></div> </div> <p>কিন্ত শব্দ যদি অনেক শক্তিশালী হয়। তার ফলে  তৈরি হয় শক্তিশালী কম্পন, যেমন বড় ধরনের ভূমিকম্প—তাহলে হয়তো ডিমের ভ্রূণের ওপর সামান্য প্রভাব পড়তে পারে। তবে বজ্রপাতের শব্দে ভূকম্পন হয় না। তাই সাপের ডিমের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই।</p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস<br />  </p>