<p>সাপ বা বিছার মতো প্রাণীরা মারত্মক বিষধর। এদের কামড়ে মৃত্যু হতে পারে। বিষধরের তালিকায় আছে কিছু মাছও। সেগুলোর সবকটাকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য আমাদের নয়। আমরা বরং বিশ্বের সবচেয়ে বিষধর মাছ নিয়ে আলোচনা করতে পারে। </p> <p>পৃথিবীর সবচেয়ে বিষধর মাছ হলো স্টোনফিশ। এই মাছ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমুদ্রগুলোতে পাওয়া যায়। এর বিষ মারাত্মক বিপদজনক। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আঠা কিভাবে ভাঙা বস্তুকে জোড়া লাগায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731237881-84331b8fa2e30f786343ef7412fc31fa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আঠা কিভাবে ভাঙা বস্তুকে জোড়া লাগায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/10/1445009" target="_blank"> </a></div> </div> <p>স্টোনফিশ দেখতে পাথরের মতো, যা এদেরকে সহজেই পাথুরে পরিবেশের সাথে মিশে থাকতে সাহায্য করে। দৈহিক গঠনের কারণেই এরা শিকারিরে চোখে ধূলা দিতে সক্ষম। স্টোনফিশ সাধারণত ৩০-৪০ সেন্টিমিটার লম্বা হয় এবং এর রঙ সাধারণত মাটি, পাথর কিংবা শ্যাওলার মতো হয়।</p> <p>স্টোনফিশের পৃষ্ঠদেশে ১৩টি বিষাক্ত কাঁটা থাকে। মানুষ বা অন্য প্রাণীকে এই কাঁটা দিয়ে আঘাত করে বিষ ঢেলে দিতে পারে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ : এক কামড়ে ১০০ মানুষ ধরাশায়ী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730114214-c6bd8388fd80d95347dd07b6a2d62116.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ : এক কামড়ে ১০০ মানুষ ধরাশায়ী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/28/1440088" target="_blank"> </a></div> </div> <p>স্টোনফিশের বিষ অত্যন্ত শক্তিশালী এবং মানবদেহে দ্রুত প্রভাব ফেলে। এটি এক ধরনের নিউরোটক্সিন, ফলে এটা স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়।</p> <p>স্টোনফিশের বিষের শরীরে তীব্র ব্যথা হয়। এই ব্যাথ্যা কখনো কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যায়। বিষ শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, পেশী দুর্বলতা এবং এমনকি হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে। সময় মতো চিকিৎসা না পেলে রোগির মৃত্যুও হতে পারে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসায় মানুষ প্রাণে বেঁচে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বই পড়ে কী লাভ, বিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731230775-4321837cd2457df44a49b7d9ad1f9978.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বই পড়ে কী লাভ, বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/10/1444958" target="_blank"> </a></div> </div> <p>পড়ে কী</p> <p>স্টোনফিশ মূলত শিকার এবং আত্মরক্ষার জন্য বিষ ব্যবহার করে। এটি সমুদ্রের তলায় শিকারীদের হাত থেকে বাঁচতে বিষাক্ত কাঁটা ব্যবহার করে। এমনকী নিজের শিকাকেরকে বিষ প্রয়োগ করে ধরাশায়ী করে।</p> <p><strong>সতর্কতা</strong><br /> যাঁরা সমুদ্র বা প্রবাল অঞ্চলে ঘুরতে যান, তাঁদের উচিত সাবধানে হাঁটা এবং বিশেষ করে পাথরের মত দেখতে বস্তু থেকে দূরে থাকা। সমুদ্রের তলদেশে হাঁটার জন্য বিশেষ সুরক্ষামূলক জুতা পরা উচিত। এই জুতা স্টোনফিশের কাঁটার আঘাত থেকে রক্ষা করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিংককোবরা রহস্যের সমাধান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731222423-b11d2e538e44450944fc71ffccef197d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিংককোবরা রহস্যের সমাধান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/10/1444926" target="_blank"> </a></div> </div> <p>যদি কেউ স্টোনফিশের বিষে আক্রান্ত হয়, তবে দ্রুত প্রাথমিক চিকিৎসা নিতে হবে। আক্রান্ত স্থানে গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ব্যথা কিছুটা কমতে পারে। দেরি না  দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।</p> <p>স্টোনফিশের বিষের জন্য বিশেষ অ্যান্টিভেনম রয়েছে। এটা দ্রুত প্রয়োগ করলে বিষক্রিয়ার প্রভাব কমে আসে।</p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস<br />  </p>