<p>সম্প্রতি বিজ্ঞানীরা এক অতি বিরল গ্যালাক্সির সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ‘ট্রিপল রিং’ গ্যালাক্সি। কারণ, এতে তিনটি বৃত্ত বা রিং রয়েছে। সাধারণ গ্যালাক্সিতে একটি বা দুটি রিং থাকে। কিন্তু এই গ্যালাক্সির তিনটি রিং গবেষকদের অবাক করেছে।</p> <p>যখন দুটি গ্যালাক্সি একে অপরের খুব কাছ দিয়ে চলে যায় বা ধাক্কা লাগে, তখন কেন্দ্র থেকে নতুন তারার তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গ বাইরের দিকে বৃত্তের মতো ছড়িয়ে পড়ে। এভাবেই গ্যালাক্সিতে রিং তৈরি হয়। কিন্তু এই ট্রিপল গ্যালাক্সির তিনটি রিং কিভাবে তৈরি হয়েছে, তা বিজ্ঞানীরা এখনো জানেন না।</p> <p>গবেষণায় দেখা গেছে এই তিনটি রিংয়ের আকার ভিন্ন। প্রথম রিংটির ব্যাস প্রায় ৪০,০০০ আলোকবর্ষ, দ্বিতীয়টির ১০০,০০০ আলোকবর্ষ এবং বাইরের রিংটির আকার প্রায় ১৫০,০০০ আলোকবর্ষ। </p> <p>ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ড. অ্যালেন ক্যাপলান বলেন, ‘এটি আমাদের জন্য একেবারে নতুন কিছু। এখনো আমরা জানি না কীভাবে এই তিনটি রিং তৈরি হলো। সম্ভবত এটি আমাদের জানা পদ্ধতিরে চেয়ে ভিন্ন কোনো প্রক্রিয়ায় তৈরি হয়েছে।’</p> <p>বিজ্ঞানীরা এই গ্যালাক্সির ছবি তুলেছেন নতুন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে। জেমস ওয়েবের উচ্চক্ষমতাসম্পন্ন সেন্সর এবং ইন্টারফেরোমিটার প্রযুক্তির সাহায্যে নতুন এই গ্যালাক্সির বিশদ এবং স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।</p> <p>বিজ্ঞানীরা আশা করছেন এই আবিষ্কার মহাবিশ্বের গ্যালাক্সি গঠনের প্রক্রিয়া এবং মহাবিশ্বের বিকাশের সম্পর্কে নতুন ধারণা দিতে পারবে। গ্যালাক্সিদের সংঘর্ষের ফলে কীভাবে এ ধরনের গঠন তৈরি হয়, তা বোঝার জন্য ভবিষ্যতে আরও গবেষণা প্রয়োজন। ড. ক্যাপলান এবং তার দল নতুন মডেল তৈরি করে এই গ্যালাক্সির রূপান্তরের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।</p> <p>সূত্র: লাইভ সায়েন্স</p>