<p>প্যারাসিটামল এক ধনত্বরি ওষুধ। সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ওষুধ। জ্বর, মাথা ব্যথা, স্বর্দি, সাধারণ ব্যথ্যায় এর জুড়ি মেলা ভার। সহজলভ্য ও কার্যকর হওয়ার কারণে এটি প্রায় প্রতিটি বাড়িতেই মজুদ থাকে। তবে এই ছোট্ট সাদা ট্যাবলেট কী দিয়ে তৈরি জানেন?</p> <p>এর পেছনে রয়েছে জটিল রাসায়নিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক কাঁচামাল সরবরাহের একটি বড় চেইন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডায়াবেটিক রোগীদের যেসব ফল এড়িয়ে চলা উচিত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733912837-9371882dcce45ee625a0ce0ba5d0b81d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডায়াবেটিক রোগীদের যেসব ফল এড়িয়ে চলা উচিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/11/1456342" target="_blank"> </a></div> </div> <p>বেটিক</p> <p>প্রথম আসা যাক মূল প্রশ্নে, প্যারাসিটামল কী দিয়ে তৈরি হয়?</p> <p>প্যারাসিটামলের মূল উপাদান হলো প্যারাহাইড্রক্সি-অ্যাসিটানিলাইড। এটা এক রাসায়নিক যৌগ। এই যৌগই ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই যৌগটি তৈরির জন্য কয়েকটি প্রধান কাঁচামাল প্রয়োজন। যেমন—প্যারাহাইড্রক্সিবেনজালডিহাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ও  ফেনল ডেরিভেটিভস। </p> <p>এসব কাঁচামাল কোথা থেকে আসে?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের ড্রাই বাইট : কামড়ায় কিন্তু বিষ ঢালে না" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733911140-9bca1653601cfed0253482a381c1ad63.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের ড্রাই বাইট : কামড়ায় কিন্তু বিষ ঢালে না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/11/1456330" target="_blank"> </a></div> </div> <p>প্যারাসিটামল উৎপাদনের কাঁচামাল প্রধানত আমদানি করতে হয়। চীন এবং ভারত এই উপাদানগুলোর সবচেয়ে বড় সরবরাহকারী। কারণ এই দেশগুলোতে রাসায়নিক শিল্প ব্যাপকভাবে উন্নত এবং কাঁচামাল তৈরির খরচ কম।</p> <p>বিশ্বের সবচেয়ে বড় কাঁচামাল উৎপাদনকারী। এখান থেকে প্যারাহাইড্রক্সিবেনজালডিহাইড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আমদানি করা হয়। কাঁচামালের পাশাপাশি কিছু প্রস্তুত পণ্যও সরবরাহ করে। স্থানীয় ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলো এই উপাদানগুলো আমদানি করে এবং নিজস্ব কারখানায় প্যারাসিটামল তৈরি করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুর্গন্ধ পেলে থুতু ফেলি কেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733917151-cd0d165e9302c73978d21d8cbf01c48a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুর্গন্ধ পেলে থুতু ফেলি কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/11/1456371" target="_blank"> </a></div> </div> <p>এগুলো প্রাকৃতিক উৎস থেকে সরাসরি আহরণ করা হয় না; বরং পেট্রোকেমিক্যাল শিল্প থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদানের রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয়।</p> <p>প্যারাসিটামলের কাঁচামালের উৎস পেট্রোকেমিক্যাল। তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিশোধনাগার থেকে উপাদানগুলো পাওয়া যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তৈরি হচ্ছে মানবদেহের সম্পূর্ণ ম্যাপ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733924095-fd107bec4a5eaaed6441a46280dcc929.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তৈরি হচ্ছে মানবদেহের সম্পূর্ণ ম্যাপ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/11/1456406" target="_blank"> </a></div> </div> <p>কিভাবে তৈরি হয় প্যারাসিটামল?</p> <p>প্যারাসিটামল তৈরির প্রক্রিয়া মূলত একটি রাসায়নিক প্রক্রিয়া। সহজ ভাষায়, প্যারাহাইড্রক্সিবেনজালডিহাইড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মিশ্রিত করা হয়। এই মিশ্রণ থেকে প্যারাসিটামল পাওয়া যায়। এটাই পরে পরবর্তীতে ট্যাবলেট বা সিরাপ আকারে রূপান্তরিত হয়।</p> <p>সূত্র : ডাব্লিউএইচও</p>