<p>জড় পদার্থের সংজ্ঞা কী?</p> <p>যে বস্তুর প্রাণ নেই, একা একা চলাচল ও নড়াচড়া করে—তা-ই জড় বস্তু। সেই হিসেবে পাথরও জড়বস্তুর ভেতরে পড়ে—এ কথা নিশ্চয়ই আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না! কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা আছে, সেখানকার পাথরগুলো একা একা চলাচল করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হবিটদের গল্প" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734251443-86fd4e2d2bd98b8b69279feff366ed30.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হবিটদের গল্প</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/15/1457716" target="_blank"> </a></div> </div> <p>ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একটি বিরান মরুভূমি অঞ্চল। এই অঞ্চলটি  রুক্ষ এবং রহস্যময় পরিবেশের জন্য বিখ্যাত। তবে এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো ‘রেস ট্র্যাক প্লায়া’।</p> <p>এখানে দেখা যায়, বড় বড় পাথর কোনো মানুষ বা প্রাণীর সাহায্য ছাড়াই নিজেরাই মাটির ওপর লম্বা পথ পাড়ি দিতে পারে। এই ঘটনা বহু বছর ধরে মানুষের কৌতূহলী করে চলেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দিগন্তে আকাশ ও মাটি মিশে যায় কেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734173459-d0096ec6c83575373e3a21d129ff8fef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দিগন্তে আকাশ ও মাটি মিশে যায় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/14/1457391" target="_blank"> </a></div> </div> <p>ঘটনাটা কেমন?</p> <p>রেস ট্র্যাক প্লায়া একটি শুষ্ক লবণাক্ত ভূমি, যা বৃষ্টির সময় জলাভূমিতে পরিণত হয়। এখানে কিছু বড় পাথর দেখা যায়, যেগুলো মাটির ওপর নিজেরাই নড়াচড়া করে। পাথরগুলো যে পথ অতিক্রম করে, তা স্পষ্ট করে বোঝা যায় তাদের পেছনে লম্বা দাগ দেখে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিছু মানুষ বামহাতি কেন হয়?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734171292-799bad5a3b514f096e69bbc4a7896cd9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিছু মানুষ বামহাতি কেন হয়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/14/1457378" target="_blank"> </a></div> </div> <p>বিজ্ঞান কী বলে?</p> <p>দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, এই ঘটনাটি প্রকৃতির কিছু বিশেষ প্রক্রিয়ার কারণে ঘটে। এর মধ্যে একটি কারণ হলে বরফের পাতলা স্তর। শীতকালে রেস ট্র্যাক প্লায়ায় রাতে ঠাণ্ডা পড়ে এবং বৃষ্টির পানি জমে গিয়ে পাতলা বরফের স্তর তৈরি করে।</p> <p>সূর্যের আলো যখন বরফের ওপর পড়ে, তখন বরফের কিছু অংশ গলে যায়। ফলে পাথরের চারপাশে এক ধরনের বরফ ও পানির মিশ্রণ তৈরি হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্যারাসিটামল কী দিয়ে তৈরি? এর কাঁচামাল কোথা থেকে আসে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733931832-9876c9a3f300f29c8ee619765c1ad768.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্যারাসিটামল কী দিয়ে তৈরি? এর কাঁচামাল কোথা থেকে আসে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/11/1456444" target="_blank"> </a></div> </div> <p>এমন অবস্থায় হালকা বাতাসের কারণে পাথরগুলো ধীরে ধীরে পিছলে যায়। যেহেতু মাটির পৃষ্ঠ খুব মসৃণ এবং বরফের কারণে ঘর্ষণও কম থাকে। তাই পাথরগুলো নড়াচড়া করতে পারে।</p> <p>ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর ভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক রিচার্ড নরিচ বলেন, ‘ডেথ ভ্যালির পাথরগুলোর চলাচল সম্পূর্ণরূপে প্রাকৃতিক প্রক্রিয়া। আমরা ২০১৪ সালে সরাসরি পর্যবেক্ষণ করেছি যে পাতলা বরফ, পানি এবং হালকা বাতাসের সম্মিলিত প্রভাব এই চলাচলের জন্য দায়ী।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে হাত-পা ফাটে কেন? করণীয় কী?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734006912-cf0a5dcb4ca3264bc8a7c6c4f31cc65f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে হাত-পা ফাটে কেন? করণীয় কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/12/1456745" target="_blank"> </a></div> </div> <p>অন্যতম যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড ফিজিকস ল্যাবরেটরির বায়ুমণ্ডল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক রালফ লরেঞ্জের মতে, ‘রেস ট্র্যাক প্লায়ায় পাথরের চলাচল মহাকর্ষ বলের চেয়েও বরফ ও বায়ুপ্রবাহের প্রভাবের কারণে ঘটে। এটি দেখায়, কিভাবে পরিবেশের ছোট উপাদানগুলো বিশাল প্রভাব ফেলে।’</p> <p>এই নড়াচড়া খুব ধীরগতিতে ঘটে। কিছু ক্ষেত্রে পাথরগুলো একটি সিজনে মাত্র কয়েক মিটার সরতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিশ্বের সবচেয়ে দামি বই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733840514-1f9ffafcc4c0bbc70331f044b842b7fc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিশ্বের সবচেয়ে দামি বই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/10/1456028" target="_blank"> </a></div> </div> <p>২০১৪ সালে বিজ্ঞানীরা এই ঘটনার বিস্তারিত গবেষণা করেন। তারা ক্যামেরা, জিপিএস এবং আবহাওয়া পর্যবেক্ষণের মাধ্যমে দেখতে পান যে বরফ, পানি এবং বাতাসের সম্মিলিত প্রভাব পাথরগুলোকে সরাতে সক্ষম।</p> <p>দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন—১. পাথরগুলো নিজেরাই চলে, তবে মানুষের চোখে ধরা পড়ে না, কারণ এটি খুব ধীরে ঘটে। ২. পাথরের আকার বা ওজন যা-ই হোক না কেন, এটি বরফের গঠন এবং বাতাসের শক্তির ওপর নির্ভর করে। ৩. এই প্রক্রিয়া শুধু বিশেষ পরিবেশে ঘটে, পৃথিবীর অন্য কোনো জায়াগায় এখনো এ ধরনের ঘটনার কোনো খবর শোনা যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলেকশন প্যারাডক্স : পুল ভোটে কে জিতল?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733837960-b21f0bedce1dfeee7e158f1a8888beab.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলেকশন প্যারাডক্স : পুল ভোটে কে জিতল?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/10/1456019" target="_blank"> </a></div> </div> <p>যুক্তরাষ্ট্রের বোইস স্টেট ইউনিভার্সিটি, গ্রহতত্ত্ব ও ভৌত পরিবেশ বিজ্ঞানের গবেষক ব্রায়ান জ্যাকসন একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখেছেন ব্যাপারটা। তিনি বলেন, ‘রেসিং স্টোনসের চলাচল জলবায়ুর ক্ষুদ্র পরিবর্তনের সঙ্গে যুক্ত। এটি পৃথিবীর বিভিন্ন পরিবেশগত প্রক্রিয়া বুঝতে আমাদের সাহায্য করে এবং আমাদের জলবায়ুর গতিশীল প্রকৃতি সম্পর্কে একটি নতুন ধারণা দেয়।’</p> <p>সূত্র : সায়েন্স অ্যালার্ট</p>