<p>সুলতান মাহমুদ ঐতিহাসিকদের চোখে রহস্যময় এক শাসক ছিলেন। ইতিহাসে তার নাম উজ্জ্বল হয়ে আছে ক্ষমতা, ন্যায়বিচার এবং কিছু অদ্ভুত অভ্যাসের জন্য। তিনি পশ্চিম ভারতের গুজরাট সাম্রাজ্যের শাসক ছিলেন। </p> <p>সুলতান মাহমুদের একটা অদ্ভুত অভ্যাস ছিল। তিনি প্রতিদিন বিষ পান করতেন। নিয়মিত বিষ খেয়েও দীর্ঘ ৫৫ বছর বেঁচে ছিলেন। এই অভ্যাসের পেছনে ছিল শত্রুদের ষড়যন্ত্র ঠেকানোর এক অভিনব কৌশল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="থার্টি ফার্স্ট নাইট : আর একটি প্রাণও না ঝরুক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735126636-d313920de74f75604d2d60fd26c58558.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>থার্টি ফার্স্ট নাইট : আর একটি প্রাণও না ঝরুক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/25/1461235" target="_blank"> </a></div> </div> <p>মাহমুদের মা, বিবি মুগালি ছেলেকে ছোটবেলা থেকেই সামান্য পরিমাণে বিষ খাইয়ে শরীরে বিষ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছিলেন। এতে করে কোনো শত্রু তাকে বিষ প্রয়োগ করার চেষ্টা করলেও তা তার ক্ষতি করতে পারত না। এই অভ্যাস তার রাজকীয় সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। </p> <p>এ কারণে ইতালীয় পরিব্রাজক ও দুঃসাহসিক অভিযাত্রী লুডোভিকো ডি ভার্থিমা লিখেছেন, ‘আমার সঙ্গী জিজ্ঞেস করল কীভাবে এই সুলতানদের বিষ দেয়া হতো? কিছু বণিক উত্তরে জানায় সুলতানের বাবা ছোটবেলা থেকেই ছেলেকে বিষ খাইয়েছিলেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগুনের দেশ আজারবাইজান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735123232-7946ff6cd3f75bb0582314ff7eb96971.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগুনের দেশ আজারবাইজান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/25/1461217" target="_blank"> </a></div> </div> <p>পর্তুগিজ লেখক দুয়ার্তে বারবোসার মতে, ‘তিনি বিষের ছোট ছোট ডোজ গ্রহণ করতেন, যাতে কোনও শত্রু তাদের বিষ দেওয়ার চেষ্টা করলে তাদের ক্ষতি না হয়।’</p> <p>ভার্থিমা ও বারবোসার তাদের লেখায় উল্লেখ করেছেন। গুজরাটের শাসকরা ছোটবেলা থেকেই এই পদ্ধতি অনুসরণ করতেন।</p> <p>সূত্র: বিবিসি</p>