<p>ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনা খাবার দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেল নাগাদ উপজেলার বায়েক ইউনিয়নে ৫০টি খাবারের প্যাকেট দেওয়া হয়। খাদ্য পেয়ে বেশ খুশি হয়েছে বন্যার্তরা।<br />  <br /> পার্থিক পরিবারের সার্বিক সহযোগিতায় ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন ও বিনি অ্যানিমেল হেলথের উদ্যোগে আরো ৭৫ প্যাকেট খাবার বন্যা আক্রান্ত প্রতিবন্ধী পরিবারসহ অন্যদের মাঝে তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, টোস্ট বিস্কুট, পানি, খাবার স্যালাইন, মোম ও দিয়াশলাই।</p> <p>বসুন্ধরা শুভসংঘের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না এ কার্যক্রমের সমন্বয় করেন। এ সময় কালের কণ্ঠ’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, শুভসংঘের মো. মনিরুজ্জামান চৌধুরী, চয়ন বিশ্বাস, জুবায়ের নূর, মো. মাসুম, মো. রমজান, মো. কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।<br />  <br /> খাদ্য সহায়তা পেয়ে ইন্দ্রজিৎ সূত্রধর নামের এক ব্যক্তি বলেন, ‘বন্যার শুরুর দিকে আমরা খুব কষ্ট করছি। এখানে দূর ও অনেক বেশি জল ছিল বলে লোকজন সহায়তা নিয়ে আসতে চাইত না। আপনারা আসায় আমরা অনেক খুশি হয়েছি।’</p>