<p style="text-align:justify">রাজধানীর মিরপুরের অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু সচেতনতায় স্কুলের আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে। </p> <p style="text-align:justify">এসময় শিক্ষার্থীরা স্কুল ও নিজেদের এলাকার রাস্তায় পড়ে থাকা পলিথিন, বিভিন্ন ভাঙা জিনিসপত্রসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করে।</p> <p style="text-align:justify">পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের স্কুল ও নিজেদের বসবাসের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পেরে তারা অনেক আনন্দিত। তারা এখন থেকে নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং অন্যরাও যাতে পরিষ্কার রাখে সে ব্যাপারে সবাইকে অবগত করবে।</p> <p style="text-align:justify">এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, তানিয়া ইসলাম, বিথী আক্তার, বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য বিথী রায়, আব্দুল্লাহ আল রাজিন, নাজমুল হাসান মারুফ, অন্বেষা পাল পূজা, আল আমিন ইসলাম আদিব প্রমুখ।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্দেশ্যই যাতে তারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মর্ম বুঝতে পারে। কীভাবে পরিষ্কার রাখবে এ ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারে। নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সুফল সম্পর্কে জানতে পারে। ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের দিয়ে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।’</p>