<p>ময়মনসিংহের ফুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭১ জন কৃষকের মাঝে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ বীজ বিতরণ করা হয়েছে।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।</p> <p>আয়োজকরা জানান, বন্যায় কৃষকের চাষ করা আমন ধান গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিয়নের মারাত্মক ক্ষতি হয়েছে। পানি কমলেও জমির ধান পচে গিয়ে ভাসছে। এ অবস্থায় এসব জমিতে সরিষা চাষের পরামর্শ দিয়েছে ফুলপুর উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ৭১ জন কৃষককে সরিষা চাষের প্রযুক্তি নিয়ে তাদের মাঝে উৎসাহিত করা হয়। বন্যার পানি কমার পর অধিকাংশ কৃষক আর্থিক সংকটে পড়েছেন। এ অবস্থায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের সংগঠন বসুন্ধরা শুভসংঘ প্রতিটি কৃষকের মাঝে ১ কেজি করে সরিষার বীজ উপহার দেয়।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ একটি বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন। আমি এ সংগঠনের মানবিক কাজের প্রশংসা করছি। উন্নত সরিষা বীজ দিয়ে কৃষকেরা অনেক উপকৃত হবেন। আমি যোগদানের পর এ সংগঠনের সাথে প্রথম এ মানবিক কাজে অংশ গ্রহণ করলাম। বসুন্ধরার এ সংগঠনকে ধন্যবাদ।’</p> <p>বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা কৃষিবিদ কামরুল হাসান কামু বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ উন্নত এ বীজে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অনেক উপকৃত হবেন। এ সংগঠন শুধু ফুলপুর না সারা দেশে বেশ পরিচিত। শুধু মানবিক কাজ করে সংগঠনটি বৃহত্তম সংগঠন হিসেবে পরিচয় লাভ করছে। কৃষক-কৃষাণীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘ শস্যের বৃদ্ধির জন্যও কাজ করবে। অন্যান্য সাথী ফসল হিসেবে সরিষা চাষ করা যেতে পারে।’</p> <p>সিংহেশ্বর ইউনিয়নের হাফিজা আক্তার বলেন, ‘বন্যায় সব শেষ। বাড়ি-ঘরে পানি আর পানি। পানি কমলেও সব শেষ। কৃষি অফিসের পরামর্শে এ সরিষার বীজ কাজে লাগামু।’</p> <p>কৃষক শরাফ উদ্দিন বলেন, ‘এক কেজি বীজ দিয়ে ৮-১০ হাজার টাকার সরিষা লাভ করা যেতে পারে। আগামী বোর ধান চাষে আমাদের পাশে থাকবে বসুন্ধরা শুভসংঘ সেই প্রত্যাশা করি।’<br />  <br /> এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, সিনিয়র  সাংবাদিক, নুরুল আমিন, খলিলুর রহমান, মোস্তফা খান, শুভসংঘের সভাপতি জিয়াউর রহমান পান্না প্রমুখ।</p>