<p style="text-align:justify">দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী শিশু শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার করেছে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখা। আজ সোমবার সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে কালুপুকুর শিশু শিক্ষা কেন্দ্রে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. তুরাগ খানের সভাপতিত্বে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে বক্তব্য দেন কালুপুকুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রবিন হাঁসদা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুই ধাপে বিশ্ব ইজতেমা, তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730703462-d003f4cb03574ae2572232bf153ab259.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুই ধাপে বিশ্ব ইজতেমা, তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/04/1442597" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ সময় বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সহসভাপতি মো. আফ্রিদি কবির রাকা, সাধারণ সম্পাদক মো. কাওছার হাবিব, সহসাংগঠনিক সম্পাদক রিপন সরেন, ক্রীড়া সম্পাদক রিদয় বাস্কে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিপ্লব মার্ডি, সংস্কৃতিবিষয়ক সম্পাদক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টমাস আলফা, নারীবিষয়ক সম্পাদক এস্ট্রেলা হাঁসদাসহ সদস্য অনন্ত হেমব্রম, আলবেনুসসহ কালুপুকুর শিশু শিক্ষা কেন্দ্রের শিশু শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">কালুপুকুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রবিন হাঁসদা বলেন, ‌‌‘এখনো অনেক আদিবাসী বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে। আপনাদের মাধ্যমেই ঘোড়াঘাট উপজেলায় অনেক আদিবাসী ছেলেমেয়েরা শিখতে পারছে, তারাও এতে উপকৃত হচ্ছে। এই প্রথম আমার এলাকায় ও স্কুলে এ ধরনের কোনো প্রগ্রাম অনুষ্ঠিত হলো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুক্তরাষ্ট্রে বেকারত্ব ৪.১, গতি কমেছে কর্মসংস্থানের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730701643-d83eb0ed3b51a5314dc9d585a2980531.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুক্তরাষ্ট্রে বেকারত্ব ৪.১, গতি কমেছে কর্মসংস্থানের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/04/1442590" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অনেক মেয়র, চেয়ারম্যান ক্ষমতায় থাকলেও কখনো এ ধরনের সচেতনতামূলক সেমিনার আগে অনুষ্ঠিত হয়নি। এই সচেতনতামূলক প্রগ্রাম করায় আমি বসুন্ধরা শুভসংঘের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।'</p>