<p>‘পলিথিন ও প্লাস্টিক পচনশীল নয়, তাই পরিবেশ ও মানুষের জীবনে এর বিরূপ প্রভাব পড়ে। আবাদি জমিতে পলিথিন জমলে ক্ষতিগ্রস্ত হয় কৃষি ক্ষেত্র।’</p> <p>গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফতেউল্লাহপুর প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৪ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘের ‘ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বিষয়ে শিশুদের সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এ সব কথা বলেন শিক্ষক, অভিভাবক ও বসুন্ধরা শুভসংঘের কর্মীরা। </p> <p>স্কুল চত্বরে আয়োজিত এই আলোচনাসভায় শিশুদের সঙ্গে তাদের মতো করে গল্পের ভঙ্গিতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করার কারণ বুঝিয়ে বলেন তারা। শিশুরাও তাদের চোখে দেখা অভিজ্ঞতা তুলে ধরে।</p> <p>সভায় গোবিন্দগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি তনু রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন ওই বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ারা বেগম, সুমনা বিল্লাহ, মৃত্যুঞ্জয় সরকার, ও বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমদ বিপ্লব।</p> <p>ফতেউল্লাহপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আয়েশা খাতুন নিজের বাড়ির পাশে পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার চিত্র তুলে ধরে। সে জানায়, তাদের পরিবার এবং আশপাশের কয়েকটি বাড়ির বর্জ্য পলিথিনের ব্যাগে করে ফেলার কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে ড্রেনটিতে গন্ধ ছড়াচ্ছিল। পরে সরকারিভাবে পরিষ্কার করার সময় দেখা গেছে, ভেতরে থাকা সব জিনিস পচে গেলেও ২-৩ বছরের পলিথিন আগের মতোই রয়েছে। এখন সবাই বুঝতে পেরেছে পলিথিন কিভাবে জলাধার ও পরিবেশকে নষ্ট করে।</p> <p>শিশুদের পলিথিনের বদলে কাগজ, কাপড়, চটের ব্যাগ ব্যবহারে আগ্রহী হতে আহ্বান জানিয়ে শিক্ষক দেলোয়ারা বেগম বলেন, সরকার সাম্প্রতিককালে পলিথিন নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। জীববৈচিত্র্যের জন্য পলিথিন বিপজ্জনক।</p> <p>সুমনা বিল্লাহ বলেন, পলিথিন কোনোভাবেই ড্রেন বা জলাশয়ে ফেলা যাবে না। অনেকে রান্নার সময় চুলায় পলিথিন পোড়ান। এর বিষাক্ত গন্ধই বলে দেয় এটা ক্ষতিকর।</p> <p>বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমদ বিপ্লব পলিথিন ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে বলেন, বসুন্ধরা শুভসংঘের কর্মীরা সারা দেশে এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির কাজ করছে। বসুন্ধরা শুভসংঘের কর্মীরা সরকারকে সহায়তা করতে মাঠে রয়েছে।</p> <p>আলোচনা শেষে বসুন্ধরা শুভসংঘ ও স্কুলের শিক্ষার্থীরা চত্বর ও আশপাশে পলিথিন ও প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে এনে শিক্ষকদের তত্ত্বাবধানে পুড়িয়ে ফেলে। বসুন্ধরা শুভসংঘের সহায়তায় সমগ্র অনুষ্ঠান সমন্বয় করেন অয়ন সুলতান, মাহফুজ রহমান মুনসহ অন্যরা।</p>