<p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার উদ্যোগে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের হাপুনিয়া গ্রামে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে (ক্যাম্পাস-৩) এ আয়োজন করা হয়। এ সময় সব শিক্ষার্থীকে রংপেনসিল উপহার দেওয়া হয়।</p> <p style="text-align:justify">রংপেনসিল পেয়ে শিক্ষার্থী তাসলিমা খাতুন বলে, ‘এখন থেকে ছবি একে সুন্দর করে রং করতে পারব।’ </p> <p style="text-align:justify">আরেক শিক্ষার্থী সাউদিয়া বলে, ‘এবার ছবি আকার আর কোনো সমস্যা নেই, আমি খুব খুশি।’ </p> <p style="text-align:justify">স্থানীয় সমাজকর্মী নুরুল ইসলাম বলেন, ‘দুস্থ বাচ্চাদের জন্য স্কুল হওয়ায় আমাদের এলাকার সন্তানেরা বিনা পয়সায় পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। বসুন্ধরা গ্রুপকে এ জন্য ধন্যবাদ জানাই।’</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহসাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সহসাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, স্থানীয় সমাজকর্মী নুরুল ইসলাম, সিয়াম, শুভ, মনির প্রমুখ। <br />  </p>